Purulia Weather| Holi Weather Forecast 2023|| পলাশ-শিমূলে লাল পুরুলিয়ায় দোল কাটাবেন? আবহাওয়া বাধ সাধবে না তো? জানুন পূর্বাভাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Purulia Latest Weather Forecast, Holi 2023: পুরুলিয়াতে লেগেছে বসন্তের রং। কিন্তু তার মাঝেও রয়েছে ভ্যাপসা গরম। বিশেষত দিনের বেলায় তাপমাত্রা চড়ছে ক্রমশ। যদিও বিকেলের পর থেকে অনেকটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে।
advertisement
1/8

*বসন্তের মাঝেই রয়েছে তীব্র গরম। প্রতিনিয়ত বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। বসন্ত উৎসবের আগেই রয়েছে গরমের অনুভূতি। ইতিমধ্যেই ৩৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। প্রতিবেদনঃ শর্মিষ্ঠা ব্যানার্জি। ফাইল ছবি।
advertisement
2/8
*ভোরের দিকে হালকা কুয়াশার আমেজ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উষ্ণতা। বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আদ্রতার পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা আরও অনেকটা চড়বে। ফাইল ছবি।
advertisement
3/8
*উত্তরবঙ্গে আবহাওয়া বিশেষ কিছু পরিবর্তন হবে না। বেশ কিছু জায়গায় কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ দেখা যাবে। দার্জিলিং ও কালিম্পংয়েহালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জায়গা শুষ্কই থাকবে। ফাইল ছবি।
advertisement
4/8
*দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেশ কিছু জেলায় ভোরের দিকে তাপমাত্রা বেশি না থাকলেও ভ্যাপসা গরম থাকবে। ফাইল ছবি।
advertisement
5/8
*পুরুলিয়াতে লেগেছে বসন্তের রং। কিন্তু তার মাঝেও রয়েছে ভ্যাপসা গরম। বিশেষত দিনের বেলায় তাপমাত্রা চড়ছে ক্রমশ। যদিও বিকেলের পর থেকে অনেকটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফাইল ছবি।
advertisement
6/8
*হাওয়া অফিস জানিয়েছে , শনিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৬ ডিগ্ৰি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
advertisement
7/8
*বসন্তের শুরুতেই আবহাওয়া যেখানে ৩৬ ডিগ্ৰিতে পৌঁছেছে সেখানে আগামী দিনে তাপমাত্রা কোথায় পৌঁছাবে সেই নিয়েই দুশ্চিন্তায় ভুগছে জেলাবাসী। ফাইল ছবি।
advertisement
8/8
*ক্ষণে , ক্ষণে প্রকৃতির রূপ পরিবর্তন হতে দেখছে রাজ্যবাসী। সকালে তীব্র গরমের অনুভূতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র গরম আবারও বিকেলের পর থেকে হালকা শীতের আমেজ। বসন্ত উৎসব পর্যন্ত আবহাওয়া এই একইরকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Purulia Weather| Holi Weather Forecast 2023|| পলাশ-শিমূলে লাল পুরুলিয়ায় দোল কাটাবেন? আবহাওয়া বাধ সাধবে না তো? জানুন পূর্বাভাস