১৫০ টাকা পার নাইট...! মাত্র দেড়শ টাকার বিনিময়ে পুরুলিয়া শহরে থাকার দুর্দান্ত ব্যবস্থা, জানেন কোথায়?
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia Travel News: পুরুলিয়ায় মাত্র ১৫০ টাকায় রাত্রি যাপনের সুযোগ, নিত্যযাত্রী থেকে পর্যটক যে কেউ থাকতে পারবেন এখানে! জানুন কবে?
advertisement
1/8

রাজ্যের পর্যটনের গুরুত্বপূর্ণ অঙ্গ লাল মাটির জেলা পুরুলিয়া। দোলপূর্ণিমা হোক বা শীতের সিজন, বছরের বিভিন্ন সময়তেই মানুষের ঢল নামে এই জেলাতে। আবার অনেকেই কর্মসূত্রে পুরুলিয়ায় আসেন।
advertisement
2/8
কিন্তু বেড়াতে গেলেই তো বাজেটের খেয়াল রাখতেও হয়। পশ্চিমের এই পুরুলিয়া শহরে রয়েছে বহু হোটেল, রিসর্ট। কিন্তু অনেক সময়তেই অত্যাধিক মূল্যে সেই সমস্ত জায়গায় থাকতে পারেন না অনেকে। বাধ সাধে এই পকেট।
advertisement
3/8
তাই আজ এই প্রতিবেদনে এমন পর্যটকদের জন্য রয়েছে স্বল্পমূল্যে থাকার সু-ব্যবস্থা। পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডে রয়েছে যাত্রী বিশ্রামাগার। পুরুলিয়া পৌরসভা পরিচালিত এই বিশ্রামাগার কিন্তু মোটেই মন্দ নয়।
advertisement
4/8
এখানে মাত্র ১৫০ টাকা থেকে ২০০ টাকার বিনিময়ে রাত্রে যাপন করতে পারবেন যে কেউ। তবে এর জন্য অনলাইন কোনও বুকিং-এর ব্যবস্থা নেই। বাসস্ট্যান্ডের যাত্রী নিবাসে এসে যোগাযোগ করে ঘর খালি থাকলেই সেখানে থাকতে পারবেন যাত্রীরা।
advertisement
5/8
এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নব্যেন্দু মাহালি বলেন, যে কেউ এই যাত্রী নিবাসে থাকতে পারেন। খুব স্বল্প মূল্যে এখানে থাকার ব্যবস্থা আছে। যদি কোনও যাত্রী বাসস্ট্যান্ডে এসে আটকে পড়েন তাঁরা খুব সহজেই এই যাত্রী নিবাসে রাত্রে যাপন করতে পারবেন।
advertisement
6/8
এ বিষয়ে এক পর্যটক নীলমোহন মুখোপাধ্যায় বলেন, পুরুলিয়া শহরে এই দামে আর কোথাও ঘর পাওয়া যায় না। তাই বাসস্ট্যান্ডে যাত্রী নিবাসে যদি এত স্বল্পমূল্যে থাকা যায় তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে। হাতের কাছে বাস পরিষেবাও মিলবে।
advertisement
7/8
এ বিষয়ে জেলার এক বাসিন্দা আনন্দ মণ্ডল বলেন, খুবই স্বল্প মূল্যে এই যাত্রী নিবাসে থাকার ব্যবস্থা রয়েছে। কেউ যদি একা থাকতে চায় তাও সে মাত্র ১৫০ টাকার বিনিময়ে থাকতে পারবে। এতে মানুষের অনেকটাই সুবিধা হয়েছে।
advertisement
8/8
পুরুলিয়া শহরের থাকতে গেলে অনেক বেশি টাকায় হোটেল ভাড়া বা ধর্মশালা ভাড়া নিয়ে থাকতে হয়। তা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই তাদের জন্য এই ব্যবস্থা করেছে পুরুলিয়া পৌরসভা। এতে খুশি নিত্য যাত্রী থেকে পর্যটকেরা।শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
১৫০ টাকা পার নাইট...! মাত্র দেড়শ টাকার বিনিময়ে পুরুলিয়া শহরে থাকার দুর্দান্ত ব্যবস্থা, জানেন কোথায়?