Purulia News: দূষণ ঠেকাতে প্রশাসনের দারুণ আইডিয়া! ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশবান্ধব বিশ্রামস্থল, তাজ্জব রঘুনাথপুর
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Purulia News: ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহার করে রঘুনাথপুর ব্লক কার্যালয়ের দেওয়াল এবং সাধারণ মানুষের বসার জন্য একটি পরিবেশবান্ধব বিশ্রামস্থল তৈরি করা হয়েছে।
advertisement
1/6

আজকের দিনে প্লাস্টিক দূষণ একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাট, খেলার মাঠ, বাজার, প্রায় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে পুরুলিয়ার রঘুনাথপুর ১ নং পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/6
ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহার করে ব্লক কার্যালয়ের দেওয়াল নির্মাণ করা হয়েছে এবং সাধারণ মানুষের বসার জন্য পরিবেশবান্ধব বিশ্রামস্থল তৈরি করা হয়েছে। এই উদ্যোগ শুধু দূষণ কমাচ্ছে না, একই সঙ্গে ব্লক কার্যালয় চত্বরকে সুন্দর ও আকর্ষণীয় করেছে।
advertisement
3/6
রঘুনাথপুর ১ নং ব্লক কার্যালয়ের দেওয়াল এবং ব্লক কার্যালয়ে আসা সাধারণ মানুষের বসার জন্য পরিবেশবান্ধব বিশ্রামস্থল তৈরি করা হয়েছে। ব্লক চত্বরজুড়ে ছড়িয়ে থাকা ব্যবহৃত প্লাস্টিকের জলের বোতল সংগ্রহ করে এই ধরনের সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
4/6
পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুরমনি মুর্মু বলেন, "এই উদ্যোগের ফলে ব্লক কার্যালয়ের পরিবেশ সুস্থ থাকবে এবং ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহারের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। ব্লকের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্লাস্টিক বোতল সংগ্রহ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্তমানে এটি একইভাবে অব্যাহত রয়েছে।"
advertisement
5/6
পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রকাশ সিং দেও বলেন, "দিন দিন শহরে বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা। পরিবেশ দূষণে লাগাম টানতে তাই বিভিন্ন ক্ষেত্রেই নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। তেমনই একটি হল এই উদ্যোগ।"
advertisement
6/6
এলাকার পরিবেশপ্রেমী নবীন চক্রবর্তী ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "সত্যিই এটি একটি অভিনব ও সুন্দর উদ্যোগ। এর ফলে একদিকে যেমন ফেলে দেওয়া বোতল ব্যবহারের সচেতনতা বাড়বে, তেমনই সমাজও দূষণমুক্ত হবে।" (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Purulia News: দূষণ ঠেকাতে প্রশাসনের দারুণ আইডিয়া! ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশবান্ধব বিশ্রামস্থল, তাজ্জব রঘুনাথপুর