TRENDING:

White Palash: আগুনে পলাশ নয়, লক্ষ টাকার গাছের এই সাদা পলাশই এখন ভাইরাল

Last Updated:
Shewt Palash লাল ,হলুদ বা সাদা পলাশ দেখতে ইতিমধ্যেই জেলায় পর্যটকেরা ভিড় জমাচ্ছ।
advertisement
1/4
White Palash: আগুনে পলাশ নয়, লক্ষ টাকার গাছের এই সাদা পলাশই এখন ভাইরাল
পুরুলিয়া: পুরুলিয়ার মতিপুর গ্রামে এখন মতি যেন শ্বেত পলাশ। লাল নয় এবার শ্বেত পলাশের ছবি ভাইরাল পুরুলিয়ায়। পুরুলিয়ার গ্রামে এখন নুতন আকর্ষণ শ্বেত পলাশ। পুরুলিয়ার হুড়া ব্লকের মতিপুর গ্রামে বেশ কয়েক বছর আগে গজিয়ে ওঠা এই গাছ এখন সকলের নজর কেড়েছে। গত তিন বছর ধরে সেই গাছে ফুটছে  শ্বেত পলাশ।
advertisement
2/4
গ্রামবাসীরা প্রথমে তেমন গুরুত্ব না দিলেও এখন বিখ্যাত হয়ে উঠেছে এই শ্বেত পলাশ।  লাল,হলুদ পলাশ তো দেখা যায়। বিশেষ করে পুরুলিয়া জঙ্গলে জঙ্গলে লাল পলাশেই বেশি। কিন্তু সাদা পলাশ কার্যত বিরল। যা নিয়ে কৌতুহল সপ্তমে।
advertisement
3/4
গাছটির মূল্যও নাকি লক্ষ লক্ষ টাকা তেমনটাই দাবি গাছের মালিকের। খবর পেয়ে শ্বেত পলাশ দেখতে গ্রামে ভিড় জমাচ্ছে বহু মানুষ। আর তাতেই চিন্তিত শ্বেত পলাশ গাছের মালিক। ইতিমধ্যেই শ্বেত পলাশ দেখতে গ্রামে ভিড় জমাচ্ছে বহু মানুষ। গ্রামবাসীরা চাইছে শ্বেত পলাশ গাছের নিরাপত্তার ব্যবস্থা করুক প্রশাসন। পুরুলিয়ার হুড়া ব্লক থেকে কয়েক কিলোমিটার দূরেই মতিপুর গ্রাম। খবর পেয়ে ইতিমধ্যেই সেই গ্রামে উদ্যান পালন দপ্তর ও পৌঁছে যায় ফুলের নমুনা সংগ্রহ করা হয়।
advertisement
4/4
তবে লাল হলুদ বা সাদা পলাশ দেখতে ইতিমধ্যেই জেলায় পর্যটকেরা ভিড় জমাচ্ছ। বসন্ত উৎসবে পলাশ যেন পর্যটকদের বিশেষ আকর্ষণ। জেলায় ফেব্রুয়ারি থেকে মার্চে দেখতে পাওয়া যায়, জেলা জঙ্গলে জঙ্গলে পলাশ। আর সেই পলাশের টানেই ছুটে আসে এই জেলায় পর্যটকেরা। Input- Indrajit Mandal
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
White Palash: আগুনে পলাশ নয়, লক্ষ টাকার গাছের এই সাদা পলাশই এখন ভাইরাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল