TRENDING:

Tourism Festival: পুরুলিয়া ঘোরার আনন্দ দ্বিগুণ, পাঁচদিনের মেগা আয়োজন! নাচে-গানে জয়চণ্ডী পাহাড়ের কোলে জমাটি উৎসব

Last Updated:
Jaychandi Pahar Tourism Festival: সবমিলিয়ে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব পুরুলিয়ার লোকসংস্কৃতি, শিল্পকলা ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার এক মঞ্চ হয়ে উঠেছে।
advertisement
1/8
পুরুলিয়া ঘোরার আনন্দ দ্বিগুণ, নাচে-গানে জয়চণ্ডী পাহাড়ের কোলে জমাটি উৎসব
পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ২০তম জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব শুরু হল। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উদ্বোধনের দিন থেকেই উৎসব প্রাঙ্গণে নেমে আসে এক অনাবিল আনন্দের আবহ। রঙিন আলো, সুরেলা সংগীত আর নান্দনিক সাজসজ্জার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের পথচলা। (ছবি ও তথ্য - শান্তনু দাস)
advertisement
2/8
সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ এবং নানা আয়োজন উৎসব প্রাঙ্গণকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের ভিড়ে প্রথম দিনেই ঠাসা হয়ে ওঠে জয়চণ্ডী পাহাড় পর্যটন কেন্দ্র। পরিবার-পরিজন, বন্ধু ও ভ্রমণপিপাসু মানুষজনের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে উৎসবের আনন্দ মিলেমিশে তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা।
advertisement
3/8
আগামী পাঁচ দিনব্যাপী চলবে এই পর্যটন উৎসব। রাজ্যের পাশাপাশি বাইরের একাধিক নামকরা সঙ্গীত শিল্পীর উপস্থিতিতে উৎসবের আকর্ষণ আরও বাড়তে চলেছে। সঙ্গীতানুষ্ঠানের সঙ্গে থাকছে পুরুলিয়ার সমৃদ্ধ লোকসংস্কৃতির অনুষ্ঠান, হস্তশিল্পের প্রদর্শনী এবং নানান বিনোদনমূলক আয়োজন। 
advertisement
4/8
জয়চণ্ডী পাহাড়কে ঘিরে আয়োজিত এই উৎসব পুরুলিয়া জেলার লোকসংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনের আকর্ষণকে আরও বিস্তৃতভাবে পরিচিত করবে, এমনটাই মনে করছেন আয়োজকরা।
advertisement
5/8
পর্যটকদের আকর্ষণ বাড়াতে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি থাকছে লোকসংস্কৃতি, হস্তশিল্পের প্রদর্শনী ও নানা বিনোদনমূলক অনুষ্ঠান। জয়চণ্ডী পাহাড়কে কেন্দ্র করে এই উৎসব পুরুলিয়া জেলার পর্যটন ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরবে বলে আশাবাদী আয়োজকরা।
advertisement
6/8
উৎসব সম্পর্কে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির সম্পাদক তথা রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি জানান, “অন্যান্য বছরের তুলনায় এ বছর আমরা এই পর্যটন উৎসবকে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পুরুলিয়া জেলার লোকসংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
advertisement
7/8
পাঁচ দিনের এই মেলায় থাকছে একাধিক নামিদামি সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষ দিনে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বোম্বে খ্যাত সঙ্গীত শিল্পী সাবির কুমার। এছাড়াও মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পী শোয়েব আলী। লোকশিল্পের ক্ষেত্রে মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে বীরভূমের মানব পুতুলের নজরকাড়া পরিবেশনা।
advertisement
8/8
সব মিলিয়ে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রেই নয়, বরং পুরুলিয়ার লোকসংস্কৃতি, শিল্পকলা ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ ও গর্বের মঞ্চ হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tourism Festival: পুরুলিয়া ঘোরার আনন্দ দ্বিগুণ, পাঁচদিনের মেগা আয়োজন! নাচে-গানে জয়চণ্ডী পাহাড়ের কোলে জমাটি উৎসব
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল