TRENDING:

Purulia News: ডাইনোসরের অস্তিত্ব পুরুলিয়ার পাহাড়ে? জেলা জুড়ে শোরগোল! উঠল বিতর্কের ঝড়

Last Updated:
Purulia News: ডাইনোসরের অস্তিত্ব! তোলপাড় বন মহল, শুরু হয়েছে বিতর্ক...
advertisement
1/5
ডাইনোসরের অস্তিত্ব পুরুলিয়ার পাহাড়ে? জেলা জুড়ে শোরগোল! উঠল বিতর্কের ঝড়
ইতিহাসের স্মৃতি বিজড়িত পুরুলিয়া জেলা। বৈচিত্র্যময় এই জেলায় সম্প্রতি একটি দাবি উঠে এসেছে। যাকে ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে। তৈরি হচ্ছে নানান বিতর্ক। প্রাগৈতিহাসিক আদিবাসী ডাইনোসরের জীবাশ্ম মিলেছে ঝাড়খান্ড ছুঁয়ে থাকা ছোটনাগপুর মালভূমি পুরুলিয়া অস্থি পাহাড়ে এমনই দাবি রেখেছেন আনন্দমার্গীরা।
advertisement
2/5
ঝালদা দু'নম্বর ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েতের তাহেরবেড়া গ্রাম সংলগ্ন মাড়ামু মৌজায় প্রায় ২০০ ফুট উঁচুতে আনন্দমার্গীদের অস্থি পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে ওই জীবাশ্ম রয়েছে বলে দাবি করেছেন আনন্দমার্গীরা।আনন্দমার্গিদের দাবি, পাহাড়ে যে ফসিল গুলো পাওয়া গিয়েছে তা ডাইনোসরের ফসিল। তাদের গুরুদেব দাবি করে গিয়েছেন এই ফসিল ডাইনোসরের।
advertisement
3/5
এ বিষয়ে স্থানীয় মানুষেরা জানিয়েছেন , তারাও দীর্ঘদিন ধরে শুনে আসছেন অস্থি পাহাড়ে ডাইনোসরের জীবাশ্ম রয়েছে। সবটাই তাদের শোনা কথা। পুরোটাই আনন্দমার্গিদের নিজস্ব মত।
advertisement
4/5
যদিও এই মুহূর্তে এ বিষয়ে কোনও বিশেষ তথ্য পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক আধিকারিক বলেছেন , পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় এইরকম আকৃতির বহু পাথর রয়েছে। জিওলজিস্ট এ বিষয়ে আমাদের কোনও মতামত এখনও দেননি। এছাড়াও এই রকসল্ট বা বেসিল সল্ট যে গুলি রয়েছে সেগুলির কোনও কার্বন ডেটিং হয়েছে? এ বিষয়ে আমাদের কাছে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনওরকম তথ্য নেই।
advertisement
5/5
ঝালদা দু'নম্বর ব্লকের পাশেই জয়পুর ব্লকে রয়েছে আনন্দমার্গ প্রচারক সংঘের সদর দফতর। ১৯৮০-সালে ২৭ ডিসেম্বর সেখানে এই সংঘের প্রতিষ্ঠাতা প্রভাতরঞ্জন সরকার ওরফে শ্রী শ্রী আনন্দমূর্তি পাহাড় চূড়ায় গিয়ে পাথর নিরীক্ষণ করে বলেছিলেন, ডাইনোসরের ফসিল! এরপর থেকে এই বিষয়ে একাধিকবার দাবি তোলা হয়েছে তাদের তরফে। যদিও এ বিষয়ে কোনও প্রশাসনিক স্বীকৃতি নেই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Purulia News: ডাইনোসরের অস্তিত্ব পুরুলিয়ার পাহাড়ে? জেলা জুড়ে শোরগোল! উঠল বিতর্কের ঝড়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল