Durga Puja 2025: পুরুলিয়ায় বড় চমক! অন্যান্য থিমের পুজো দেখার আগে ঢুঁ মারুন 'এই' মণ্ডপে, পাবেন বিদেশ ঘোরার স্বাদ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় ও ব্যয়বহুল দুর্গাপুজোর মধ্যে একটি হল এই দুর্গাপুজো। পুজো কমিটি এবার বেছে নিয়েছে এক আন্তর্জাতিক আঙ্গিক, দুবাইয়ে অবস্থিত 'স্বামী নারায়ণ মন্দির'-এর অনুকরণে নির্মিত থিম মণ্ডপ।
advertisement
1/6

পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় ও ব্যয়বহুল দুর্গাপুজোর মধ্যে একটি হল ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপুজো। এবছর ১৬তম বর্ষে পা রেখেছে এই ঐতিহ্যবাহী পুজো, যা প্রতি বছরই থিম, সৃজনশীলতা ও চমকের দিক থেকে দর্শনার্থীদের মনে দাগ কাটে। এবারের পুজোতেও তার ব্যতিক্রম হয়নি। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/6
পুজো কমিটি এবার বেছে নিয়েছে এক আন্তর্জাতিক আঙ্গিক, দুবাইয়ে অবস্থিত স্বামী নারায়ণ মন্দির-এর অনুকরণে নির্মিত থিম মণ্ডপ। বিশদ স্থাপত্য ও সূক্ষ্ম কারুকার্যে সাজানো এই থিম মণ্ডপ একদিকে যেমন দর্শনীয়, অন্যদিকে তেমনই শিল্প ও কারিগরির এক অসাধারণ নিদর্শন। এই থিমের মাধ্যমে পুজো মণ্ডপে যেন উঁকি দিচ্ছে বিদেশের স্বাদ, যা দর্শনার্থীদের চোখ জুড়িয়ে দিয়েছে।
advertisement
3/6
মণ্ডপ নির্মাণে ব্যবহৃত হয়েছে বাঁশ, কাঠ, রোলা, স্পঞ্জ এবং প্লাই বোর্ড, যা দক্ষ হাতে রূপ পেয়েছে এক অভিনব শিল্পসৃষ্টিতে। কাঁথি থেকে আগত অভিজ্ঞ শিল্পীদের নিখুঁত হাতে তৈরি প্রতিটি খুঁটিনাটি কাজেই ফুটে উঠেছে অসামান্য নৈপুণ্য।
advertisement
4/6
শুধু মণ্ডপসজ্জাতেই নয়, প্রতিমার গঠন ও অলঙ্করণেও রয়েছে অভিনবতার ছাপ, যা গোটা পুজোকে এনে দিয়েছে এক অপূর্ব, অনন্য মাত্রা।
advertisement
5/6
প্রায় ১৯ লক্ষ টাকার বাজেট নিয়ে এবারের আয়োজন। পুজো কমিটির সম্পাদক হীরালাল মাজি বলেন, “প্রতিবছর আমরা চেষ্টা করি দর্শনার্থীদের জন্য কিছু নতুন ও চমকপ্রদ উপহার দেওয়ার। এবছর আন্তর্জাতিক ভাবনার ছোঁয়া দিতে আমরা বেছে নিয়েছি দুবাইয়ের স্বামী নারায়ণ মন্দির থিম। আমাদের লক্ষ্য, জেলার মধ্যে অন্যতম স্মরণীয় ও দর্শনীয় পুজো উপহার দেওয়া।”
advertisement
6/6
বর্ণময় আলো, নিখুঁত কারুকার্য, মনোমুগ্ধকর থিম এবং অলঙ্কারময় প্রতিমার মেলবন্ধনে এবারের ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপুজো নিঃসন্দেহে পরিণত হয়েছে পুরুলিয়া জেলার অন্যতম চর্চিত ও দর্শনীয় পুজোয়। দর্শনার্থীদের ঢল এবং সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই পুজো ঘিরে প্রশংসার ঝড় উঠেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: পুরুলিয়ায় বড় চমক! অন্যান্য থিমের পুজো দেখার আগে ঢুঁ মারুন 'এই' মণ্ডপে, পাবেন বিদেশ ঘোরার স্বাদ