TRENDING:

অন্যরকম বেড়ানোর জায়গা!  মনে আনন্দ যোগাবে পূর্ণেন্দু পত্রী শিল্প গ্রাম!

Last Updated:
উলুবেড়িয়ার কাছেই প্রকৃতির মাঝে এক অন্য অভিজ্ঞতা, সবুজের কোলে শিল্পীর সাজানো একটি গ্রাম পূর্ণেন্দু পত্রী শিল্প গ্রাম
advertisement
1/6
 শিল্পীর স্মৃতিতে সাজান একটি আস্ত গ্রাম! ঘুরে আসুন হাওড়ার এই শিল্প গ্রাম
পূর্ণেন্দু পত্রী স্মৃতি শিল্পগ্রাম! এক অন্য অনুভূতি, শিল্পীর হাতে সাজান একটি গ্রাম। এই স্থানে যেখানেই চোখ পড়বে সর্বত্রই শিল্পীর নিপুন কারুকার্য চোখে পড়বে। এখানে রাত্রি যাপনের সুব্যবস্থা রয়েছে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
শহরের কোলাহল থেকে অনেকখানি দূরে রয়েছে মানসিক শান্তি। সবুজে ভরা একটি স্থান। এই স্থান জুড়ে শিল্পীর নানা সৃষ্টি ও কারুকার্য গ্রামের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।
advertisement
3/6
কয়েক বিঘা জমির উপর তৈরি শিল্প গ্রাম। গাছ-গাছালি রয়েছে পুকুর। পুকুরে ভেসে বেড়াচ্ছে রাজহাঁস। পূর্ণেন্দু পত্রী শিল্প গ্রামের চতুর্দিক শিল্পীর নিপুন দক্ষতায় তৈরি টেরাকোটার নানা মূর্তি। সেই সঙ্গে রয়েছে দু'টি আর্ট গ্যালারিও।
advertisement
4/6
এই শীতের সময় দু-একদিনের ছুটি কাটাতে অন্য অনুভূতি দেবে মনে। হাওড়া জেলায় পর্যটন কেন্দ্র গুলির থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের অভিজ্ঞতা মিলবে এখানে। প্রকৃতিপ্রেমী ও শিল্প অনুরাগী মানুষের পছন্দের পূর্ণেন্দু পত্রী শিল্প গ্রাম।
advertisement
5/6
গ্রামের প্রতিটি কোণে পূর্ণেন্দু পত্রীর শিল্পকর্ম ও তাঁর কাজকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে। এমন পরিবেশে সময় কাটাতে রয়েছে ব্যবস্থা। এখানে এসি ও নন-এসি ঘর, পিকনিকের ব্যবস্থা এবং রাত্রি যাপনের সুবিধা রয়েছে। রণজিৎ রাউত নিজেই এই গ্রামটি পরিকল্পনা ও সাজিয়ে তুলেছেন।
advertisement
6/6
উলুবেড়িয়া শহর থেকে গড়চুমুক ৫৮ গেট যেতে মোহিনী মোড় সংলগ্ন ধান্দালি গ্রাম। গ্রামের প্রবেশ পথেই রয়েছে বিশাল তোরণ। তোরণ করলেই বট শিমুলের ছায়ায় ঢাকা গ্রাম। এই গ্রামে ডবল বেড রুম ২০০০ টাকা। ৪-১০ এর খাবার জন প্রতি ৭৫০ টাকা। এবং ১০ জনের অধিক জন প্রতি ৬৫০ টাকা। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
অন্যরকম বেড়ানোর জায়গা!  মনে আনন্দ যোগাবে পূর্ণেন্দু পত্রী শিল্প গ্রাম!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল