TRENDING:

Puri Howrah Vande Bharat Express: হঠাৎ বিকট শব্দ...! আচমকা স্তব্ধ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস...! মাঝপথেই বিরাট বিপত্তি, উৎকণ্ঠায় যাত্রীরা

Last Updated:
Puri Howrah Vande Bharat Express: বড়সড় বিপত্তির মুখে পুরী-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস। আজ যাত্রার দ্বিতীয় দিনেই ঘটল বিরাট অঘটন। পুরী থেকে হাওড়াতে ফেরার পথেই তুমুল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের মুখে পড়ে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি।
advertisement
1/6
হঠাৎ বিকট শব্দ...! আচমকা স্তব্ধ Puri-Howrah বন্দে ভারত...! উৎকণ্ঠায় যাত্রীরা
বড়সড় বিপত্তির মুখে পুরী-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস। আজ যাত্রার দ্বিতীয় দিনেই ঘটল বিরাট অঘটন। পুরী থেকে হাওড়াতে ফেরার পথেই তুমুল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের মুখে পড়ে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। তখনই বাজ পড়ে ঘটে যায় দুর্ঘটনা।
advertisement
2/6
জানা যাচ্ছে, ভদ্রক স্টেশনের ১০ কিলোমিটার আগে প্রচন্ড ঝড় বৃষ্টি ও ট্রেনের ওভারহেড লাইনের ওপর বাজ পরে ফ্লাসিং হয়ে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ট্রেনে ইলেকট্রিক পরিষেবা বন্ধ হয়ে যায়। নেমে আসে অন্ধকার।
advertisement
3/6
রেলসূত্রে খবর, বিকেল ৪ টে ৪৫ মিনিট জাজপুর কেওনঝড় রোড ছাড়ার পর একটা বিকট শব্দ হয়। সি৩ (চেয়ার কার) এবং সি১২ (চেয়ার কার) কোচের জানালাতে চিড় ধরে যায়।
advertisement
4/6
শিলাবৃষ্টিতে লোকো পাইলট কেবিন এর ও C12 কোচের কাঁচ ও ভেঙে যায়। রেল সূত্রের খবর একটি ইঞ্জিন আনা হচ্ছে ট্রেনটিকে নিয়ে যাওয়ার জন্য।
advertisement
5/6
প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকা বিকট শব্দ হয়। তারপরই থেমে যায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। দেখা যায় পাইলট কেবিনের ‘উইন্ডশিল্ড’-এ ক্র্যাক।
advertisement
6/6
আরও দুটি কামরার কাঁচেও ফাটল ধরে গিয়েছে। ট্রেনের ভিতরের মূল আলো চলে যায়। তবে ঘটনায় কোনও যাত্রীর চোট লাগেনি বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Puri Howrah Vande Bharat Express: হঠাৎ বিকট শব্দ...! আচমকা স্তব্ধ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস...! মাঝপথেই বিরাট বিপত্তি, উৎকণ্ঠায় যাত্রীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল