TRENDING:

ভরসা ছিল পুজোর বাজার, প্রকৃতির কোপে এখন চিন্তা ঋণ পরিশোধের! চাষিদের বুকফাটা হাহাকার

Last Updated:
সবজি চাষের জমি ডুবে গিয়েছে জলে। ফলে চাষের খরচ তো বটেই, আয়-উপার্জনের ভরসাও কার্যত শেষ হয়ে যাচ্ছে কৃষকদের।
advertisement
1/5
আবারও মাথায় হাত 'এই' এলাকার চাষিদের! এবার চিন্তা আরও বেশি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষার অতিবৃষ্টিতে পটল, ওল, পেঁপে, বরবটি সহ একাধিক সবজির জমি জলমগ্ন। শুধু তাই নয়, ইতিমধ্যেই ফুলকপি ও বাঁধাকপির জমিও জলের তলায় চলে গিয়েছে। এই সমস্ত সবজি চাষিরা দুর্গাপুজোর বাজারে বিক্রি করে ভাল লাভের মুখ দেখার আশা করেছিলেন। কিন্তু প্রকৃতির এই মারেই স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
চাষিরা জানিয়েছেন, পটলের জমিতে যেভাবে জল জমে রয়েছে, তাতে গোড়া পচে যাবেই। ফসল একেবারে নষ্ট হয়ে যাবে। শুধু পটল নয়, একে একে অন্যান্য সবজিরও ব্যাপক ক্ষতি হবে। ফলন দাঁড়াবে না, আর থাকলেও তা বাজারে বিক্রির যোগ্য থাকবে না। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
উল্লেখযোগ্য, কয়েকদিন আগের ভারী বৃষ্টিতেই এক দফায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এলাকার সবজি চাষিরা। তখনও জমি ভেসে গিয়েছিল। কিছুটা সামলে উঠে ফের চাষে নেমেছিলেন কৃষকরা। কিন্তু আবারও বৃষ্টি নামতেই আরও বড় ক্ষতির মুখে পড়লেন তারা। ফলে এখন কার্যত পথে বসার পরিস্থিতি তৈরি হয়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
কৃষকদের অভিযোগ, বারবার ফসল নষ্ট হলেও তারা পর্যাপ্ত সাহায্য পান না। চাষের জন্য নেওয়া ঋণ, সার-বীজ কেনার খরচ, আর তার সঙ্গে এই অঘটন, সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
স্থানীয় কৃষকরা জানান, পুজোর আগে বাজারে সবজি বিক্রি করে যে লাভের আশায় তারা ছিলেন, সেই স্বপ্ন এখন কার্যত ভেসে যাচ্ছে জলে। কৃষকদের দাবি, অবিলম্বে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে সহায়তার ব্যবস্থা করা হোক, না হলে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ভরসা ছিল পুজোর বাজার, প্রকৃতির কোপে এখন চিন্তা ঋণ পরিশোধের! চাষিদের বুকফাটা হাহাকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল