TRENDING:

আন্তর্জাতিক আসরে বর্ধমানের ঝলক! তিন কন্যা যা করে দেখাল, জানলে গর্ব হবে

Last Updated:
ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা থেকে মোট প্রায় ১২০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
advertisement
1/5
তিন কন্যার বাজিমাত! তাকিয়ে দেখল নেপাল, শ্রীলঙ্কা
বেঙ্গল ওপেন-৪র্থ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ সাফল্য পূর্ব বর্ধমানের। প্রতিযোগিতায় বর্ধমানের ৩ জন প্রতিযোগী মোট ৬ টি পদক (২টি সোনা, ২টি রুপো এবং ২টি ব্রোঞ্জ) জয়লাভ করে। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
2/5
কলকাতার ভি.আই.পি রোডে অবস্থিত হলদিরাম ব্যাঙ্কোয়েটে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। আর তাতেই সাফল্য পূর্ব বর্ধমানের। শুধু এ রাজ্যের নয় বাইরের দেশেরও বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
3/5
ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা থেকে মোট প্রায় ১২০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। দ্য মার্শাল আর্টস একাডেমি সেইসিনকাই বর্ধমানের প্রধান কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন, এই প্রতিযোগিতায় বর্ধমানের ৩ জন ক্যারাটেকা মোট ৬ টি পদক জয়লাভ করে। তার মধ্যে ২টি সোনা, ২টি রুপো এবং ২টি ব্রোঞ্জ পদক। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
4/5
উল্লেখ্য,অয়ন্তিকা সাহা এবং শ্রেয়শী ঘোষ, উভয়েই কাতা বিভাগে রুপো এবং কুমিতে বিভাগে সোনা জয়লাভ করে। স্নেহাশ্রী দাস কাতা ও কুমিতে উভয় বিভাগেই ব্রোঞ্জ পদক জয়লাভ করে। বর্ধমানের ক্যারাটে খেলোয়াড়দের এই সাফল্যের সকলে খুব আনন্দিত এবং গর্বিত। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
5/5
বেঙ্গল ওপেন-৪র্থ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ দ্য মার্শাল আর্টস একাডেমির এই সাফল্য শুধু বর্ধমানের নয়, সমগ্র বাংলার জন্য গর্বের। এটি প্রমাণ করে যে সঠিক প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যেকোনো আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরা সম্ভব। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
আন্তর্জাতিক আসরে বর্ধমানের ঝলক! তিন কন্যা যা করে দেখাল, জানলে গর্ব হবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল