Indian Railways: গরমের ছুটি শেষ হতে না হতেই পুজোর ছুটির প্ল্যানিং শুরু, রেলের বিশেষ ব্যবস্থা যাত্রীদের জন্য
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
পুজোর ছুটিতে যাত্রীদের ভ্রমণের দিক গুরুত্ব রেখে পূর্ব রেলের বিশেষ উদ্যোগ! শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে রবিবার সকালের শিফটে খোলা থাকবে রেল রিজার্ভেশন অফিস
advertisement
1/5

পুজোর ছুটিতে যাত্রীদের ভ্রমণের দিক গুরুত্ব রেখে পূর্ব রেলের বিশেষ উদ্যোগ! শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে রবিবার সকালের শিফটে খোলা থাকবে রেল রিজার্ভেশন অফিস। (রাকেশ মাইতি)
advertisement
2/5
পুজোর অগ্রিম রিজার্ভেশনের নির্দিষ্ট দিন এসে গেল। ভ্রমণপ্রিয় বাঙালি পুজোর বহু আগে থেকে পুজোয় বেড়াতে যাবার পরিকল্পনা করে।
advertisement
3/5
বাঙালির এই ভ্রমণ আগ্রহ আরও বৃদ্ধি করতে অগ্রিম রিজার্ভেশন পিরিয়ডে টিকিট কাটার জন্য পূর্বরেল বহু সুবিধা নিয়ে এসেছে। আসন্ন পুজোর সময় প্রত্যাশিত অতিরিক্ত ভিড়ের কারণে, ১৬.০৬.২০২৪ থেকে ১৪.০৭.২০২৪ পর্যন্ত, শিয়ালদহ ও হাওড়া বিভাগের রিজার্ভেশন অফিসগুলি (পিআরএস এবং এসআরও উভয়ই) রবিবার অর্থাৎ ১৬.০৬.২০২৪, ২৩.০৬.২০২৪, ৩০.০৬.২০২৪, ০৭.০৭.২০২৪ ও ১৪.০৭.২০২৪ তারিখে সকালের শিফটে খোলা থাকবে।
advertisement
4/5
যাতে যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী টিকিট বুক করতে পারেন। হাওড়া ডিভিশনের সমস্ত রিজার্ভেশন অফিস (পিআরএস এবং এসআরও) রবিবার উল্লিখিত শিফট এবং তারিখে খোলা থাকবে।
advertisement
5/5
শিয়ালদহ ডিভিশনের ৪৫টি রিজার্ভেশন অফিস রবিবার খোলা থাকবে। সেগুলি নিম্নরূপ :শিয়ালদহ , কলকাতা, বিধাননগর রোড , দমদম জংশন , দমদম ক্যান্টনমেন্ট , দক্ষিনেশ্বর, বেলঘরিয়া, সোদপুর , টিটাগড় , বারাকপুর , শ্যামনগর, কাঁকিনাড়া , নৈহাটী, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট , মাজদিয়া, বগুলা , শান্তিপুর, কৃষ্ণনগর সিটি , বেথুয়াডহরী, দেবগ্রাম , পলাশী, বেলডাঙ্গা , বহরমপুর কোর্ট , মুর্শিদাবাদ , লালগোলা , লক্ষীকান্তপুর , বারুইপুর , ডায়মন্ড হারবার, বিরাটি , মধ্যমগ্রাম, বারাসাত, হাবরা , ঠাকুরনগর , বনগাঁও , বসিরহাট , হাসনাবাদ, যাদবপুর , বালিগঞ্জ , টালিগঞ্জ , সোনারপুর, বজ বজ , মাঝেরহাট এবং ক্যানিং স্টেশন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: গরমের ছুটি শেষ হতে না হতেই পুজোর ছুটির প্ল্যানিং শুরু, রেলের বিশেষ ব্যবস্থা যাত্রীদের জন্য