Problem In Digha: দিঘা বেড়াতে যাচ্ছেন, রাস্তা বন্ধ ওল্ড দিঘার, সমস্যায় ব্যবসায়ী, হকার, হোটেল, কী হবে
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Problem In Digha: চৈতন্যদ্বার নির্মাণ শুরু হতেই কী ঘটল দিঘায়, জেনে নিন
advertisement
1/7

দিঘা: চৈতন্যদ্বার নির্মাণ ঘিরে দিঘায় হোটেল ব্যাবসায়ী ও পরিবহন সংগঠনদের বড় পদক্ষেপ! কী হল দিঘায়! দিঘা জগন্নাথ ধাম মন্দিরের সামনেই পুরীর আদলে চৈতন্যদ্বার নির্মাণ কার্য শুরু হয়েছে। কিন্তু এই নির্মাণ কাজ শুরু হতেই সমস্যায় পড়েছে ওল্ড দিঘার সাধারণ দোকানদার থেকে হোটেল ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীরা। আর তার ফলেই নিজেদের রুটি রোজগারের তাগিদে প্রশাসনের দ্বারস্থ হয়েছে তাঁরা।
advertisement
2/7
দিঘার জগন্নাথ মন্দিরের সামনে ১১৬ বি জাতীয় সড়কের উপরে গড়ে উঠছে চৈতন্যদ্বার। কাজের জন্য ২৪ মার্চ থেকে ২০ দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন।
advertisement
3/7
যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় স্থানীয় মানুষ, ব্যবসায়ী থেকে হোটেল মালিক কর্তৃপক্ষ। জাতীয় সড়কের উপর গেট নির্মানের কারণে সমস্ত ওল্ড দিঘা আশা পর্যটকদের দিঘা গেটের কাছে পর্যটকদের নামতে হচ্ছে। এছাড়া যারা নিউ দিঘা বা তার পার্শ্ববর্তী এলাকায় যাবেন তাদের দিঘা বাইপাস ধরে যেতে হচ্ছে।
advertisement
4/7
ওল্ড দিঘায় যানবাহন ঢুকতে না দেওয়ায় স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও হোটেল ব্যবসায়ীরা ভীষণ সমস্যায় পড়েছেন। পুলিশ প্রশাসন যাতে গাড়ি গুলিকে ওল্ড দিঘার পার্কিং পয়েন্ট পর্যন্ত আসতে দেয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন করছেন এলাকার মানুষ, ব্যবসায়ী ও হোটেলিয়ার্স অ্যাসোশিয়েশনের সদস্যেরা।
advertisement
5/7
দিঘা- শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক সুশান্ত পাত্র জানান, "দিঘা জগন্নাথ মন্দিরের কাছে গেট নির্মানের জন্য সমস্ত যানবাহন দিঘা গেট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওল্ড দিঘায় ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে ওল্ড দিঘার বাসিন্দা থেকে ব্যবসায়ী ও হোটেল কর্তৃপক্ষ বহু সমস্যায় পড়েছেন। আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কাছে স্মরক লিপি জমা দেওয়া প্রক্রিয়া শুরু করেছি। আমরা চাইছি, যাতে পর্যটকেরা আসতে পারে তারজন্য ওল্ড দিঘার পার্কিং পয়েন্ট পর্যন্ত গাড়িগুলিকে আসার ব্যবস্থা করুক প্রশাসন। আমরা প্রশাসনের সঙ্গে থেকে রুটম্যাপ তৈরি করে যাতে কারেকোনও সমস্যা না হয় তার চেষ্টা করছি।"
advertisement
6/7
তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। স্বস্তির জন্য দিঘায় বেড়াতে আসছেন পর্যটকেরা। রোড বন্ধ থাকার কারণেঅনেকেই ওল্ড দিঘা এড়াচ্ছেন। যারা আসছেন বেশ সমস্যাতেও পড়ছেন তারা। প্রশাসন কি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকাবাসী। বর্তমানে পর্যটকদের ঢল নামার সময় সৈকত সুন্দরী দিঘায়।
advertisement
7/7
ছুটির দিনে কার্যত শুনশান ওল্ড দিঘা। পর্যটকদের যাতে কোনওরকম সমস্যা না হয় তার দিকে সর্বদা সচেতন রয়েছেন জেলা প্রশাসন থেকে শুরু করে হোটেলিয়ার্স এসোসিয়েশন ও পরিবহন সংগঠনগুলিও। হোটেল ব্যবসায়ী পরিবহন ব্যবসায়ী এই আবেদন প্রশাসন শুনবে কি না সেদিকেই তাকিয়ে তাঁরা। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Problem In Digha: দিঘা বেড়াতে যাচ্ছেন, রাস্তা বন্ধ ওল্ড দিঘার, সমস্যায় ব্যবসায়ী, হকার, হোটেল, কী হবে