Pregnancy and Wrong Medicine: প্রেগন্যান্ট মহিলা হাসপাতালে ডাক্তারের প্রেসক্রিপশনের ওষুধ কিনলেন, খাওয়ার পরেই শুরু হু হু করে ব্লিডিং, তারপর যা হল তরুণীর
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
Pregnancy and Miscarriage: প্রেসক্রিপসন দেখেও ভুল ওষুধ! সংকটজনক প্রসূতি ভর্তি হাসপাতালে,গর্ভেই মৃত সন্তান
advertisement
1/6

কামারহাটি: ছোট্ট একটা ওষুধ, কেড়ে নিল নতুন প্রাণ। এমন ঘটনায় সাড়া ফেলে দিয়েছে পানিহাটির ওই এলাকায়। উত্তর ২৪ পরগনার অন্তর্গত পানিহাটি ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিশা মাহাতো সিং রাত আটটা নাগাদ দু'মাসের সন্তান সম্ভবা অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা করাতে আসেন । চিকিৎসকেরা গর্ভবতী মাকে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং ওষুধ লিখে দেন৷ Photo - Representative (Meta AI)
advertisement
2/6
সেই ওষুধের প্রেসক্রিপশন নিয়ে সাগর দত্ত হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান এস সাহা এজেন্সি দোকানে থাকা সঞ্জয় দে এর থেকে ওষুধ কেনেন গর্ভবতী মায়ের পরিবার । রাত্রিবেলা সেই ওষুধ গর্ভবতী মা ব্যবহার করার পরেই ভোররাত্রি থেকে শুরু হয় ব্লিডিং৷ Photo - Representative (Meta AI)
advertisement
3/6
পরিবারের পক্ষ থেকে গর্ভবতী মাকে তৎক্ষণাৎ সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা কী ওষুধ ব্যবহার করেছেন জানতে চান এবং তখন গর্ভবতী মা সমস্ত ওষুধের প্রেসক্রিপশন এবং ওষুধগুলি দেখান। ওষুধের ফয়েল দেখেই চিকিৎসকের চক্ষু চড়কগাছ ।
advertisement
4/6
চিকিৎসক দেখেন ওষুধের দোকান থেকে গর্ভবতী মাকে যে ওষুধ ডাক্তার প্রেসক্রিপশনে লেখেননি , সেই ওষুধ দেওয়া হয়েছে ,এবং সেই জন্যই গর্ভবতী মায়ের রক্তক্ষরণ শুরু হয়েছে। তৎক্ষণাৎ ডাক্তাররা রোগিনীকে হাসপাতালে ভর্তি করেন এবং ইউএসজি করে দেখেন গর্ভবতী মায়ের গর্ভে থাকা দু মাসের শিশু সন্তানের মৃত্যু হয়েছে । Photo - Representative (Meta AI)
advertisement
5/6
বাধ্য হয়ে ডাক্তারবাবুরা গর্ভবতী মাকে অস্ত্রোপচারের ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি গর্ভবতী মায়ের অবস্থাও সংকটজনক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে । অভিযুক্ত দোকানদার এজেন্সি এবং তার কর্মচারী সঞ্জয় দের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে কামারহাটি থানায় অভিযোগ দায়ের করা হয় । Photo - Representative (Meta AI)
advertisement
6/6
ওষুধের দোকান এস সাহা এজেন্সির মালিক সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এই ধরনের যদি কোনও ঘটনা ঘটে থাকে তাহলে চরম অন্যায় হয়েছে । এ বিষয়ে তিনি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন । Input- Suvajit Sarkar
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Pregnancy and Wrong Medicine: প্রেগন্যান্ট মহিলা হাসপাতালে ডাক্তারের প্রেসক্রিপশনের ওষুধ কিনলেন, খাওয়ার পরেই শুরু হু হু করে ব্লিডিং, তারপর যা হল তরুণীর