TRENDING:

শান্তিনিকেতনে পৌষমেলার তোড়জোড় শুরু...! কবে থেকে ব্যবসায়ীরা স্টল বুকিং-এর সুযোগ পাবেন? জানুন দিনক্ষণ!

Last Updated:
Poush Mela 2025: আর হাতেগোনা কয়েকদিন পরেই বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা শুরু। আগামী ২৩ ডিসেম্বর থেকে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে শুরু হবে পৌষমেলা। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
advertisement
1/8
শান্তিনিকেতনে পৌষমেলার তোড়জোড় শুরু...! কবে থেকে ব্যবসায়ীরা স্টল বুকিং-এর সুযোগ পাবেন?
আর হাতেগোনা কয়েকদিন পরেই বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা শুরু। আগামী ২৩ ডিসেম্বর থেকে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে শুরু হবে পৌষমেলা। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
advertisement
2/8
প্রত্যেক বছর পৌষ মেলা উপলক্ষে কয়েক লক্ষ পর্যটকদের সমাগম ঘটে বোলপুর শান্তিনিকেতন জুড়ে। এর পাশাপাশি স্টল বুকিং নিয়ে চিন্তায় থাকেন ব্যবসায়ীরা। আর এই স্টল বুকিং নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় বোলপুর শান্তিনিকেতনে।
advertisement
3/8
পৌষমেলায় স্টল বণ্টনে দুর্নীতি বন্ধ করতে এবং পরিবেশ দূষণ মুক্ত করতে জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে তৈরি হল একটি বিশেষ কমিটি। গত বছর অর্থাৎ ২০২৪ সালে যে সমস্ত ব্যবসায়ীরা মেলায় স্টল বুকিং করেছিলেন তাঁরা ১৫ ও ১৬ ডিসেম্বর অনলাইনে বুকিং করতে পারবেন।
advertisement
4/8
এরপর ১৭ ডিসেম্বর থেকে বাকি ব্যবসায়ীরা স্টল বুকিং করতে পারবেন। বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে মেলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট।
advertisement
5/8
বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীর কুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার ও অন্যান্য সদস্যরা।
advertisement
6/8
রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুরের মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না, অতিরিক্ত পুলিশ সুপার রাণা মুখোপাধ্যায়। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন জেলা শাসক ধবল জৈন ও জেলার পুলিশ সুপার আমনদীপ সিং। বৈঠক সূত্রে জানা গিয়েছে ফি বছর স্বচ্ছতা আনতে সম্পূর্ণ অনলাইনে হতে চলেছে স্টল বুকিং প্রক্রিয়া।
advertisement
7/8
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রবীর কুমার ঘোষ বলেন, "কোনও রকম দুর্নীতি এবং কালোবাজারি চলবে না। অনলাইন মাধ্যমে হস্তশিল্পী ও ব্যবসায়ীদের কাছ থেকে বুকিং নেওয়া হবে।
advertisement
8/8
গত বছর যাঁরা মেলায় স্টল করেছিলেন, তাঁরা চলতি মাসের ১৫ ও ১৬ ডিসেম্বর অনলাইনে বুকিং করতে পারবেন। পরবর্তীতে ১৭ডিসেম্বর থেকে বাকিরা মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন। মেলার প্রাঙ্গণে দূষণ নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"সৌভিক রায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শান্তিনিকেতনে পৌষমেলার তোড়জোড় শুরু...! কবে থেকে ব্যবসায়ীরা স্টল বুকিং-এর সুযোগ পাবেন? জানুন দিনক্ষণ!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল