Poush Mela 2025: পৌষমেলার ঐতিহ্য ফিরছে! বড় মঞ্চে এবার ছৌ–রায়বেশে, শীঘ্রই স্টল বণ্টন শুরু
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Poush Mela 2025: শুরু হয়েছে পৌষমেলার প্রস্তুতি। লোকশিল্পীদের নির্বিঘ্ন পরিবেশনার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ স্থায়ী মঞ্চের আয়তন ২৫ ফুট থেকে বাড়িয়ে প্রায় ৪০ ফুট করল।
advertisement
1/5

আর দিন কয়েক পরেই বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন শুরু হবে। কবিগুরুর শান্তিনিকেতনের পৌষমেলা যে বাংলার লোকসংস্কৃতির এক মহামিলনক্ষেত্র তা আবারও ঐতিহ্যের আসনে সুদৃঢ়ভাবে ফিরিয়ে আনতে তৎপর বিশ্বভারতী কর্তৃপক্ষ। (তথ্য - সৌভিক রায়)
advertisement
2/5
বহুদিন ধরেই পূর্বপল্লীর মেলার মাঠে কংক্রিটের স্থায়ী মঞ্চটি ছোট হওয়ায় বীরভূমের ঐতিহ্যবাহী লোকনৃত্য, মুখোশ নৃত্য, ছৌ নাচ, রায়বেশে-সহ নানা আঙ্গিকের শিল্পীরা পরিবেশনে নানা সমস্যায় পড়তেন। তবে সেই সমস্যার সমাধানে বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষের নির্দেশে সেই মঞ্চের পরিধি বাড়িয়ে নতুন রূপ দেওয়ার কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement
3/5
ইতিমধ্যেই মেলার উপসমিতি, শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী প্রশাসনের একত্রিত যৌথ উদ্যোগে পূর্বপল্লীর মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ চলছে জোর কদমে। মঞ্চের দৈর্ঘ্য-প্রস্থ ছিল প্রায় ২৫ ফুট। বিশ্বভারতী সূত্রে জানা গেছে এবার তা বাড়িয়ে প্রায় ৪০ ফুট করা হচ্ছে। যাতে বড় জায়গায় লোকশিল্পীরা নির্বিঘ্নে নাচ, গান লোকমাধ্যম সাবলীল ভাবে পরিবেশনা করতে পারেন। বিভিন্ন উপ-সমিতি, শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভ্যন্তরীণ বৈঠকে পৌষমেলার চূড়ান্ত দিকনির্দেশিকা নিয়ে আলোচনা হয়। শুক্রবার অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ রীতি-নির্ধারক কমিটি কর্মসমিতির বৈঠক।
advertisement
4/5
সেখানেও পৌষমেলা সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ আলোচনার কর্মসূচি হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, ইতিমধ্যেই মেলার বিভিন্ন উপ-সমিতি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ঐতিহ্যবাহী পৌষ মেলার যাবতীয় প্রস্তুতি চলছে। লোকশিল্পীদের অসুবিধার কথা ভেবেই কংক্রিটের স্থায়ী মঞ্চটির বিস্তার করা হচ্ছে। মঞ্চের পরিধি বৃদ্ধির এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি জেলার ও রাজ্যের বিভিন্ন লোকশিল্পীরা।
advertisement
5/5
ছৌ নৃত্যশিল্পীরা বলেন, "আমরা অত্যন্ত খুশি। এতদিন ছোট মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে নানান অসুবিধা হত,বসার জায়গা কম থাকতো। তবে বিশ্বভারতীর এমন সিদ্ধান্ত সত্যিই খুব ভাল লাগছে।" রায়বেশে শিল্পী অভিষেক দত্ত বলেন "লোকের তুলনায় মঞ্চের পরিধি অনেকটাই কম ছিল, আর সেই কারণে মঞ্চের পরিধি বৃদ্ধি দীর্ঘদিনের দাবি ছিল আমাদের। এবার শিল্পীরা যথাযথ পরিসরে নিজেদের শিল্পকর্ম পরিবেশন করতে পারবেন।" তবে কবে থেকে স্টল বণ্টনের কাজ শুরু হবে অধীর আগ্রহে হস্তশিল্পী ও ব্যবসায়ীরা।(তথ্য - সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2025: পৌষমেলার ঐতিহ্য ফিরছে! বড় মঞ্চে এবার ছৌ–রায়বেশে, শীঘ্রই স্টল বণ্টন শুরু