TRENDING:

Poush Mela 2024: কবে শুরু হচ্ছে এবছরের পৌষমেলা, কোন মাঠে কত স্টল থাকবে, কীভাবে আবেদন? রইল বিস্তারিত

Last Updated:
Poush Mela 2024: ২০১৯ সালের পর চেনা ছন্দে ফিরছে শান্তিনিকেতনের পৌষমেলা। অর্থাৎ, আগের মতোই পূর্বপল্লির মাঠে ফিরছে একদা বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যের উৎসব। রীতি মেনেই ছ'দিনের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৬ পৌষ।
advertisement
1/6
কবে শুরু হচ্ছে এবছরের পৌষমেলা, কোন মাঠে কত স্টল থাকবে, কীভাবে আবেদন? জানুন
*দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরছে ঐতিহ্যবাহী পৌষমেলা। আর এই পৌষ মেলা উপলক্ষে ব্যবসায়ীদের দাবি মেনে পৌষমেলা চার দিনের পরিবর্তে হচ্ছে ছ'দিনের। আর এই সিদ্ধান্তে কার্যত খুশির হাওয়া ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পী ও আগত পর্যটকদের মধ্যে। প্রতিবেদনঃ সৌভিক রায়। ফাইল ছবি।
advertisement
2/6
*২০১৯ সালের পর চেনা ছন্দে ফিরছে শান্তিনিকেতনের পৌষমেলা। অর্থাৎ, আগের মতোই পূর্বপল্লির মাঠে ফিরছে একদা বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যের উৎসব। রীতি মেনেই ছ'দিনের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৬ পৌষ। ফাইল ছবি।
advertisement
3/6
*বিগত বছরগুলিতে দেখা গিয়েছে কখনও মেলা হয়েছে ডাক বাংলো ময়দানে জেলা প্রশাসন ও বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে। কখনও আবার জেলা প্রশাসন বিশ্বভারতীর পূর্বপল্লির মাঠ ভাড়া নিয়ে মেলার আয়োজন করেছে। তবে এবার চারদিন নয়, হস্তশিল্পী ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই ছ'দিন চলবে মেলা। ফাইল ছবি।
advertisement
4/6
*প্রায় ১৫০০ স্টল থাকবে মেলায়। অনলাইনের মাধ্যমেই ৩ ডিসেম্বর থেকে ব্যবসায়ীরা বুকিং করতে পারবেন সরাসরি। শান্তিনিকেতন ট্রাস্ট, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সঙ্গে রুদ্ধদার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসনের পূর্ণ সহযোগিতার আশ্বাসের পরেই বিশ্বভারতীর সর্বোচ্চ রীতি নির্ধারণ কমিটি কর্মসমিতির বৈঠক হতে চলেছে আগামী বুধবার। ফাইল ছবি।
advertisement
5/6
*আচার্য, পরিদর্শক, রেক্টর মনোনীত সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভারপ্রাপ্ত উপাচার্য-সহ প্রাক্তন অধ্যাপকদের অনুমোদন মিললেই মেলার প্রস্তুতি শুরু হবে জোরকদমে। অতীতে রাজ্য সরকার তথা জেলা প্রশাসনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের সংঘাত থাকলেও বৈঠকে তিক্ততা ভুলে যেন ঐক্যের সুর শোনা গিয়েছে সব পক্ষ থেকেই। সব বিতর্কের অবসান। ফাইল ছবি।
advertisement
6/6
*হাতে হাত মিলিয়ে জল, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা, বায়ো টয়লেট, নিরাপত্তার ব্যবস্থা-সহ সামগ্রিক বিষয়ে সহযোগিতা করবে বীরভূম জেলা প্রশাসন। বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন-সহ অন্যরা। পরিবেশ বান্ধব মেলার রূপ দিতেই বিশেষ উদ্যোগ এবছর মেলায়।সব মিলিয়ে খুশির হাওয়া বোলপুর জুড়ে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2024: কবে শুরু হচ্ছে এবছরের পৌষমেলা, কোন মাঠে কত স্টল থাকবে, কীভাবে আবেদন? রইল বিস্তারিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল