Coronavirus Third Wave|Belurmath Reopens: করোনা বিধি মেনে দেড় মাস পরে ফের খুলছে বেলুড়মঠ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
South Bengal News|Kolkata News|Bangla News: বেলুড়মঠ কর্তৃপক্ষের সিদ্ধান্ত আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে ফের বেলুড়মঠের দরজা খুলছে ভক্তদের জন্য
advertisement
1/7

প্রায় দেড় মাস পরে আবার খুলতে চলেছে বেলুড় মঠ। গত ২৬ ডিসেম্বর ২০২১ স্বামীজির (Swami Vivekananda) জন্ম তিথি পালনের পর ২৭ জানুয়ারি থেকে ফের খুলতে চলেছে বেলুড় মঠ ৷ ফাইল ছবি ৷
advertisement
2/7
ক্রমবর্ধমান কোভিদের (Coronavirus Third Wave) প্রকোপ এবং বেলুড়মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য করে বেলুড় মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। ফাইল ছবি ৷
advertisement
3/7
প্রথমে ঠিক ছিল ৩ জানুয়ারি ২০২২ (January 03, 2022)পর্যন্ত বন্ধ থাকবে । কিন্তু পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। ফাইল ছবি ৷
advertisement
4/7
আজ অর্থাৎ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি ২০২২ (17 February 2022) ৷ বেলুড় মঠের অছি পরিষদের বৈঠকে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে সমস্ত রকম কোভিদ বিধি মেনে ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ। ফাইল ছবি ৷
advertisement
5/7
সময় সকাল ৭টা (07:AM) থেকে ১১টা (11:00 AM) এবং বিকেল সাড়ে তিনটে (03:30 PM) থেকে সাড়ে ৫টা (05:30 PM) পর্যন্ত মঠ খোলা থাকবে । ফাইল ছবি ৷
advertisement
6/7
এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন মহারাজ প্রণাম ইত্যাদি হলেও আরতি দেখা যাবে না বা কোন প্রসাদ এর ব্যবস্থা থাকছে না। ফাইল ছবি ৷
advertisement
7/7
শুধুমাত্র আগামী চৌঠা মার্চ শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের (Sri Sri Ramakrishna Param Hansadev) জন্ম তিথিতে ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে ৷ ফাইল ছবি ৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Coronavirus Third Wave|Belurmath Reopens: করোনা বিধি মেনে দেড় মাস পরে ফের খুলছে বেলুড়মঠ