কৃষ্ণনগর বসন্ত উৎসবে মঞ্চ মাতালেন রানা দলুই! থাকছে 'ফসিলস'ও, কবে? দেখে নিন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
কৃষ্ণনগর বসন্ত উৎসবের প্রথম সন্ধ্যায় এবার মঞ্চ কাঁপালেন জনপ্রিয় গায়ক লেকটাউনের রানা দলুই। প্রথম দিনেই দর্শকদের প্রতিক্রিয়া ছিল যথেষ্টই ভাল।
advertisement
1/7

কৃষ্ণনগর বসন্ত উৎসবের প্রথম সন্ধ্যায় এবার মঞ্চ কাঁপালেন জনপ্রিয় গায়ক লেকটাউনের রানা দলুই। প্রথম দিনেই দর্শকদের প্রতিক্রিয়া ছিল যথেষ্টই ভাল। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।)
advertisement
2/7
'উড়ান' আয়োজিত কৃষ্ণনগর বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে কৃষ্ণনগর কারবালা মাঠে। যেখানে প্রথম দিন মঞ্চ মাতালেন রুদ্রদ্বীপ ও রানা দলুই। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।)
advertisement
3/7
লেকটাউনের বাসিন্দা জনপ্রিয় এই গায়ক রানা দলুই সম্প্রতি যথেষ্ট পরিচিতি পেয়েছেন একটি টেলিভিশন শো এর মাধ্যমে। রুপম ইসলাম পর্যন্ত তাঁর গান শুনে করেছিলেন প্রশংসা করেছেন। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।)
advertisement
4/7
এরপর থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মিউজিক কনসার্টে মঞ্চ কাঁপাতে দেখা যায় রানা দলুইকে। আর সেই নিদর্শন এবার দেখা গেল কৃষ্ণনগর বসন্ত উৎসবে কারবালা মাঠে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।)
advertisement
5/7
বাংলা ব্যান্ড ও বাংলা মিউজিকে আরও একবার প্রাণ সঞ্চার ঘটল তার গানের কথায়, এমনটাই জানাচ্ছেন তার গান শুনে কৃষ্ণনগরের একাধিক দর্শকেরা। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।)
advertisement
6/7
এরপর অর্থাৎ শনিবার কৃষ্ণনগর বসন্ত উৎসবে আসতে চলেছে অবকাশ ও সালফিউরিক নামে দুটি ব্যান্ড। রবিবার আসবে ফসিলস!
advertisement
7/7
বহু বছর পর কৃষ্ণনগরের বুকে রূপম ইসলাম আসতে চলেছেন দেখে ইতিমধ্যেই উচ্ছ্বাস ও উদ্দীপনায় মেতে উঠেছে সকল সংগীত প্রেমী মানুষজনেরা। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনেও এবং কাউন্টার থেকেও। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।)