Police Van Accident: জাতীয় সড়কে উল্টে গেল পুলিশের ছুটন্ত গাড়ি! তারপর যা হল...
- Published by:
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
advertisement
1/6

পুলিশের গাড়ি উল্টে-বিপত্তি। টহলদারির সময় গাড়ি উল্টে আহত চার পুলিশকর্মী। সুতি থানার আহিরণ হাট এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় জঙ্গিপুর পুলিশ লাইনের একটি গাড়ি।
advertisement
2/6
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ১১ টা নাগাদ। রঘুনাথগঞ্জ থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল পুলিশের গাড়িটি। হঠাৎই সুতির আহিরণ হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ১২ নম্বর জাতীয় সড়কের উপর গাড়িটি উল্টে যায়।
advertisement
3/6
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গাড়ি থেকে উদ্ধার করা হয় দুই পুলিশ কর্মী সহ চালককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ আহিরণ ট্রাফিক গার্ড অফিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় আহিরণ ট্রাফিক গার্ড অফিসে।
advertisement
4/6
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গাড়িটি রঘুনাথগঞ্জ থেকে ফারাক্কার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
advertisement
5/6
দুর্ঘটনার ফলে পুলিশের গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন গাড়ির ভেতরে থাকা পুলিশকর্মীরা সহ গাড়ির চালক। যদিও তাঁরা সকলেই কমবেশি আহত হয়েছেন।
advertisement
6/6
এই দুর্ঘটনার পর সুতি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের সকলকেই জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আহত পুলিশকর্মীদের চিকিৎসা চলছে। এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। যদিও পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Police Van Accident: জাতীয় সড়কে উল্টে গেল পুলিশের ছুটন্ত গাড়ি! তারপর যা হল...