Hooghly News: জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন খোদ পুলিশ কর্মীরাই !
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Published by:Sipra Roy
Last Updated:
জি টি রোডের ওপর উত্তরপাড়া থানার বিপরীতে পুলিশ আবাসনের ভয়াবহ ও অস্বাস্থ্য কর পরিবেশ, চাঙর ভেঙে ঝুলছে,দেখা যাচ্ছে লোহার রড,সেই আবাসনেই জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন পুলিশ কর্মীরা।
advertisement
1/6

জি টি রোডের উপর উত্তরপাড়া থানার বিপরীতে পুলিশ আবাসনের ভয়াবহ ও অস্বাস্থ্য কর পরিবেশ, চাঙ্গর ভেঙে ঝুলছে,দেখা যাচ্ছে লোহার রড,সেই আবাসনেই জীবনের ঝুঁকি
advertisement
2/6
যে কোনো দিন রাস্তায় ভেঙে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। কেননা এই আবাসনেরই ঢিল ছোড়া দুরত্বে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখা এবং পৌরসভা, যেখানে প্রতিদিনই আসেন অনেক মানুষ যাদের মধ্যে অনেক প্রবীণ মানুষও থাকেন।
advertisement
3/6
এক প্রাক্তন পুলিশ কর্মীর দাবি, এখানকার পরিবেশও যথেষ্ট অস্বাস্থ্যকর। জঞ্জালের স্তুপের থেকে পাওয়া যায় মদের বোতল ও এবং মশার উপদ্রব তো আছেই। মানুষের যারা নিরাপত্তা দেন, তাদের দিকটাও তো ভাবা দরকার।
advertisement
4/6
পুলিশ সূত্রের খবর এই আবাসন গুলির দায়িত্বে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং বোর্ড। আগে তাদের এই ব্যাপারে জানানো হয়েছিল তখন কিছু কাজও হয়েছিল, কিনতু বর্তমানে ফান্ড না আসাতে বাকি কাজ গুলি করা যাচ্ছেনা।
advertisement
5/6
এলাকার মানুষ বলছেন সবই তো বোঝা গেলো! কিন্তু যদি ওই আবাসনের কিছু অংশ ভেঙে পড়ে কারোর জীবন হানি হয় তার দায়িত্ব কে নেবে? দুর্ঘটনা ঘটার পর কি সকলের চোখ খুলবে?
advertisement
6/6
পুলিশ কোয়াটারের এতটাই খারাপ অবস্থা যে বিভিন্ন জায়গা থেকে গাছ গজিয়ে গেছে। পুলিশ ও সাধারণ মানুষ সকলের আতঙ্ক একটাই চাঙ্গর ভেঙে বা বাড়ি ভেঙে কারুর মৃত্যু যেনো না ঘটে