TRENDING:

Fire Cracker and Arrest: বার্থডে দেদার ফান, এবার একটু বাজি ফাটাব, বিয়েবাড়িতে তো ফাটাতেই হবে, এবার কিন্তু পুলিশ তুলে নেবে

Last Updated:
Fire Cracker and Arrest: বিয়েতে কিংবা জন্মদিনের পার্টিতে বাজি ফাটানোর প্ল্যান করছেন? হতে পারে জেল! সাবধান
advertisement
1/6
বার্থডে দেদার ফান, এবার একটু বাজি ফাটাব, বিয়েবাড়িতে তো ফাটাতেই হবে, পুলিশ তুলে নেবে !
বিয়েতে কিংবা জন্মদিনের অনুষ্ঠানে বাজি ফাটানোর প্ল্যান করছেন? রানাঘাটে যা হল, এখনই সাবধান হোন না হলে হাতে হাতকড়া পড়তে পারে আপনারও!ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
যে কোনও শুভ অনুষ্ঠানে বাজি ফাটানোর প্রচলন রয়েছে। তবে বর্তমানে পরিবেশ দূষণ এবং একাধিক কারণে অধিকাংশ বাজিকেই নিষিদ্ধ করা হয়েছে। যদিও কিছু সরকারি বৈধ সবুজ বাজি রয়েছে। তবে সেগুলো অত্যন্ত দামি।
advertisement
3/6
সেই কারণেই এখনও পর্যন্ত অবৈধ বাজি পোড়ানোর প্রথা চলে আসছে প্রশাসনের চোখে ধুলো দিয়ে। আর সেই কারণেই এবার গতকাল রাতে একটি বিশেষ অভিযান চালানো হয় অবৈধ বাজি বাজেয়াপ্ত করতে। রানাঘাট পুলিশ জেলার ৪০ টি জায়গাতে এই অভিযান চলে এবং সেখান থেকে তিন জায়গা থেকে উদ্ধার করা হয় বেআইনি বাজি।
advertisement
4/6
পুলিশ সূত্রে খবর কল্যাণী থানার রথ তলা, বিধানপল্লী এলাকা থেকে ৪০ কেজি অবৈধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। অপরদিকে চাকদা থানার চাদুরিয়া মালোপাড়া এলাকা থেকে ন কেজি ৪০০ গ্রাম অবৈধ বাজি উদ্ধার করে পুলিশ। অপরদিকে গাংনাপুর থানার বিবেকানন্দ পল্লী থেকে পাঁচ কেজি অবৈধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ।
advertisement
5/6
ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে আইনানুপ ধারা লাগু করে তদন্ত শুরু করেছে রানাঘাট পুলিশ জেলা। এদের ধৃতদের আদালতে তোলা হলো বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
6/6
তাই এবার থেকে যে কোনও অনুষ্ঠানে বাজি পোড়ানোর আগে জেনে নেবেন ভালো করে বাজেটে আইনত বৈধ নাকি অবৈধ, না হলে হতে পারে সাজা আপনারও!
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Fire Cracker and Arrest: বার্থডে দেদার ফান, এবার একটু বাজি ফাটাব, বিয়েবাড়িতে তো ফাটাতেই হবে, এবার কিন্তু পুলিশ তুলে নেবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল