TRENDING:

তাঁতের শাড়িতে স্বয়ং প্রধামন্ত্রীর ছবি, নজির গড়ে তুললেন কাটোয়ার জগবন্ধু

Last Updated:
কাটোয়ার জগদানন্দপুর তাঁত অধ্যুষিত এলাকা।যন্ত্রচালিত তাঁতের কোপে পড়ে হস্তচালিত তাঁত কাপড়ের চাহিদা কমতে শুরু করায় এলাকার বহু তাঁতশিল্পী জীবন বাঁচাতে নিজেরদের পেশা ছেড়ে অন্য পেশায় চলে গিয়েছে। এলাকার সেইসব শিল্পীরা যাতে ফের তাঁত শিল্পে ফিরে আসে তারই চেষ্টা চালাচ্ছে জগবন্ধু দালাল।
advertisement
1/6
তাঁতের শাড়িতে স্বয়ং প্রধামন্ত্রীর ছবি, নজির গড়ে তুললেন কাটোয়ার জগবন্ধু
তাঁতের শাড়িতে এবার প্রধানমন্ত্রীর ছবি ফুটিয়ে তুললেন কাটোয়ার জগদানন্দপুরের তাঁতশিল্পী জগবন্ধু দালাল। কয়েকমাস আগে তাঁতশিল্পী জগবন্ধু একটি তাঁতের শাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ফুটিয়ে তোলেন। মুখ্যমন্ত্রীর ছবি সহ শাড়িটি রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের আধিকারিকদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন জগবন্ধু দালাল নিজে। এবার প্রধানমন্ত্রীর ছবি সহ শাড়িটিও নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার স্বপ্ন দেখছেন জগবন্ধু। ছবি ও প্রতিবেদন- রণদেব মুখোপাধ্যায়,কাটোয়া,পূর্ব বর্ধমান
advertisement
2/6
তাঁত বিমুখ বাংলার মানুষকে ফের তাঁত শাড়ির উপর আগ্রহ বাড়ানোর উদ্দেশ্য নিয়ে জগবন্ধুর শিল্পকর্ম করছেন। কোনও প্রথাগত শিক্ষা ছাড়া শাড়িতে কখনও বিদ্যাসাগর, কখনও মুখ্যমন্ত্রী, এখন আবার প্রধানমন্ত্রীর প্রতিকৃতি অনায়াসে তুলছেন বছর চল্লিশের জগবন্ধু ।
advertisement
3/6
তাঁতশিল্পকে ভালবেসে এই সব শিল্পকর্ম করা তাছাড়া তাঁত কাপড়ের চাহিদা বাড়াতে মানুষের সামনে এই সব শিল্পকর্ম তুলে ধরা লক্ষ্যে এগিয়ে যাওয়া। এমনই দাবি জগবন্ধু দালালের।
advertisement
4/6
কাটোয়ার জগদানন্দপুর তাঁত অধ্যুষিত এলাকা।যন্ত্রচালিত তাঁতের কোপে পড়ে হস্তচালিত তাঁত কাপড়ের চাহিদা কমতে শুরু করায় এলাকার বহু তাঁতশিল্পী জীবন বাঁচাতে নিজেরদের পেশা ছেড়ে অন্য পেশায় চলে গিয়েছে। এলাকার সেইসব শিল্পীরা যাতে ফের তাঁত শিল্পে ফিরে আসে তারই চেষ্টা চালাচ্ছে জগবন্ধু দালাল।
advertisement
5/6
এই তাঁতশাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৪২ ইঞ্চির পূর্ণাবয়ব ছবি সহ দেশের নানান প্রকল্পের নাম তুলে ধরা আছে। ১৫০ কাউন্ট খাদি এবং ৮০ কাউন্ট সুতো দিয়ে সাত মিটার দীর্ঘ এই শাড়ি তৈরিতে আশি দিন সময় লেগেছে।এই শাড়ি বুনতে স্ত্রী প্রতিমা মা অনিমা এবং বাবা গণপতি সাহায্য করেছেন বলে জানান তাঁতশিল্পী জগবন্ধু দালাল।
advertisement
6/6
স্ত্রী প্রতিমা দালাল জানান আমার স্বামীর তৈরি কাপড়ের উপর এই শিল্পকর্ম আমাদের ভাল লাগে। বাংলার মানুষ যদি এইসব শিল্পকর্ম দেখে তাঁত কাপড় কেনাতে আগ্রহ বাড়ায় তাহলে আমাদের উপকার হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
তাঁতের শাড়িতে স্বয়ং প্রধামন্ত্রীর ছবি, নজির গড়ে তুললেন কাটোয়ার জগবন্ধু
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল