Pligrim's Winter Destination: এই কনকনে ঠান্ডায় বক্রেশ্বর ভ্রমণ, পুণ্যস্নানে গভীর ডুব উষ্ণ প্রস্রবণে, তারপর একে একে দেবদর্শন, কী করে যাবেন, রইল সুলুকসন্ধান
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Pligrim's Winter Destination: কনকনে শীতে উষ্ণতার টানে বক্রেশ্বরে তীর্থযাত্রীর ঢল! গরম জলের কুণ্ডে স্নান আর মন্দির দর্শনে জমজমাট বীরভূম
advertisement
1/5

শীত বাড়তেই বীরভূম জেলায় পর্যটনের মরসুম শুরু হয়েছে। পৌষ মাস পড়তেই কনকনে ঠাণ্ডা উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ ভিড় জমাচ্ছেন বীরভূমের বক্রেশ্বর পর্যটন কেন্দ্রে। শীতের সকালে কুয়াশা আর ঠাণ্ডার মাঝে বক্রেশ্বর যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
বক্রেশ্বরের প্রাকৃতিকভাবে সৃষ্ট উষ্ণ প্রস্রবণের গরম জলে স্নানই এখানে আসা পর্যটক ও তীর্থযাত্রীদের প্রধান আকর্ষণ। মাত্র ১০ টাকা প্রবেশমূল্যে স্নানের ঘাটে ঢুকে ঠাণ্ডার মধ্যে গরম জলের আরাম উপভোগ করছেন মানুষ। আলাদা করে ছেলেদের ও মেয়েদের জন্য দু'টি স্নানের ঘাট রয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
স্নানের ঘাটের পাশাপাশি বক্রেশ্বরে রয়েছে আরও আটটি গরম জলের কুণ্ড, যেগুলি দর্শনের জন্য উন্মুক্ত। এই কুণ্ডগুলি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন পর্যটকরা। শীতের মরসুমে কুণ্ড থেকে ওঠা গরম জলের ধোঁয়া বক্রেশ্বরের পরিবেশকে আরও রহস্যময় করে তোলে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
স্নান সেরে তীর্থযাত্রীরা ঐতিহ্যবাহী সতীপীঠ মহিষমর্দিনীর মন্দির এবং বাবা বক্রনাথ মন্দিরে পুজো ও দর্শনে অংশ নিচ্ছেন। স্থানীয় সেবায়েত উন্নয়ন সমিতির সদস্য দেবনাথ মুখোপাধ্যায় জানান, শীতের কারণে কুণ্ড ও মন্দির দু'জায়গাতেই সমান ভিড় চোখে পড়ছে। দূরদূরান্ত থেকে তীর্থযাত্রীরা আসছেন বক্রেশ্বরে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
বক্রেশ্বর শুধু ধর্মীয় তীর্থস্থান নয়, এটি বিজ্ঞান ও বিশ্বাসের এক অনন্য মিলনস্থল। ভূগর্ভস্থ তাপশক্তি থেকে উৎপন্ন উষ্ণ জল যেমন বিজ্ঞানমনস্কদের আকর্ষণ করে, তেমনই ধর্মীয় আবেগে শীতের মরসুমে বক্রেশ্বর হয়ে ওঠে বীরভূমের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Pligrim's Winter Destination: এই কনকনে ঠান্ডায় বক্রেশ্বর ভ্রমণ, পুণ্যস্নানে গভীর ডুব উষ্ণ প্রস্রবণে, তারপর একে একে দেবদর্শন, কী করে যাবেন, রইল সুলুকসন্ধান