North 24 Parganas News: প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়তে বড় পদক্ষেপ, এবার যা হল ফ্যালফ্যাল করে দেখল সবাই
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: এলাকার সাধারণ মানুষের কাছেও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করছে ছাত্রছাত্রীরা।
advertisement
1/6

পরিবেশকে প্লাস্টিকমুক্ত করতে আসরে নেমে পড়ল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে এবার প্লাস্টিক দূষণের বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় নামলেন সকলে। প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে স্কুল থেকে ব্লক প্রশাসন—সবাই নানাভাবে উদ্যোগ নিলেন।
advertisement
2/6
বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার রুখতে বিভিন্ন স্লোগান তুলে এলাকায় সচেতনতা প্রচার শুরু করেছে। স্কুল চত্বরে যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিকজাত বর্জ্য নিজেরা হাতে করে তুলে ময়লাবাহী গাড়িতে জমা করে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
advertisement
3/6
পাশাপাশি এলাকার সাধারণ মানুষের কাছেও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করছে ছাত্রছাত্রীরা। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাচ্ছে, দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কীভাবে পরিবেশের ক্ষতি করছে এবং তা কীভাবে বন্ধ করা সম্ভব। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন।
advertisement
4/6
একই চিত্র দেখা গেল সুন্দরবন এলাকার বিভিন্ন ব্লক ও গ্রামের রাস্তায়। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলেও মানুষ হাতে হাত মিলিয়ে প্লাস্টিক দূষণ বন্ধে শপথ নিচ্ছেন। গ্রামের বাজার থেকে রাস্তাঘাট, সব জায়গায় প্লাস্টিক মুক্ত রাখার আহ্বান জানানো হচ্ছে।
advertisement
5/6
হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকেও প্লাস্টিক বর্জনের বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় বিশেষ পথনাটিকার। হিঙ্গলগঞ্জ বিডিও অফিস থেকে একটি র্যালি বের করে হিঙ্গলগঞ্জ কালিবাড়ি মোড়ে পথনাটিকার আয়োজন করা হয়। পথনাটিকার মধ্য দিয়ে প্লাস্টিক ব্যবহারের ক্ষতি এবং বিকল্প ব্যবহারের পদ্ধতি নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।
advertisement
6/6
এই দিনটির বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি। তিনি বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। তাই প্রতিটি মানুষকে প্লাস্টিক বর্জন করতে হবে এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।” একদিনের এই কর্মসূচি হলেও ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের এমন উদ্যোগ পরিবেশ রক্ষার পথে বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়তে বড় পদক্ষেপ, এবার যা হল ফ্যালফ্যাল করে দেখল সবাই