TRENDING:

কাশ্মীর কাশ্মীর ছোঁয়া, কলকাতার পাশেই থাকা এই বিলে এবার অ্যাকোয়াটিক বায়ো-ডাইভারসিটি পার্ক! জোর জল্পনা

Last Updated:
এবার অ্যাকোয়াটিক বায়ো ডাইভারসিটি পার্ক হিসেবে গড়ে উঠবে বর্তির বিল! সূত্র মারফত এমনই চিন্তাভাবনা রয়েছে স্থানীয় ব্লক প্রশাসনের বলে জানা যাচ্ছে।
advertisement
1/6
কাশ্মীর কাশ্মীর ছোঁয়া, কলকাতার পাশেই থাকা এই বিলে এবার অ্যাকোয়াটিক বায়ো-ডাইভারসিটি পার্ক
তবে কি এবার অ্যাকোয়াটিক বায়ো ডাইভারসিটি পার্ক হিসেবে গড়ে উঠবে বর্তির বিল! সূত্র মারফত এমনই চিন্তাভাবনা রয়েছে স্থানীয় ব্লক প্রশাসনের বলে জানা যাচ্ছে।
advertisement
2/6
ব্যস্ততায় ঘেরা জীবনে হাতে একটু সময় নিয়ে টুক করে ঘুরে আসার ঠিকানা হিসেবে বা প্রি ওয়েডিং ফটোশুটের ডেস্টিনেশন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে বর্তির বিল।
advertisement
3/6
লকডাউন পরবর্তী সময় থেকে, এবারও শীতের মরশুমে পরিযায়ী পাখিদের দেখা মিলেছে এই বিলে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। বসন্তকালেও পরিযায়ী পাখিদের দেখা যাচ্ছে বর্তির বিলে খাদ্যের খোঁজে।
advertisement
4/6
রুবিথ্রোট, ব্লু-থ্রোট, পাইড হ্যারিয়ার, সাইট্রিন ওয়াগটেল, ইউরেশিয়ান হুপো, বান্টিংস সহ আরও নানা ধরনের প্রজাতির পাখি।
advertisement
5/6
এখানেই শেষ নয়, বসন্তকালীন কপারস্মিথ বারবেট, ব্লু-থ্রোটেড বারবেট, লাইনটেড বারবেট সহ অলিভ ব্ল্যাকড পিপিট সহ নানা প্রজাতির পাখিও।
advertisement
6/6
বেরাবেড়িয়া ও তারাবেড়িয়া পঞ্চায়েতের মাঝে অবস্থিত কমবেশি সাড়ে ৪০০ একর বিস্তীর্ণ এই জলাভূমিতে পাওয়া যায় একাধিক প্রজাতির মাছও, তাই বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করতে বর্তির বিলকে ‘অ্যাকোয়াটিক বায়ো-ডাইভারসিটি পার্ক’ তৈরির ভাবনা চিন্তা করা হচ্ছে ব্লক প্রশাসনের তরফে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
কাশ্মীর কাশ্মীর ছোঁয়া, কলকাতার পাশেই থাকা এই বিলে এবার অ্যাকোয়াটিক বায়ো-ডাইভারসিটি পার্ক! জোর জল্পনা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল