TRENDING:

Kanwar Yatra in Sawan: পবিত্র শ্রাবণে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কাঁওয়ার যাত্রায় শামিল অগণিত ভক্ত

Last Updated:
Kanwar Yatra in Sawan: ইতিহাসের পাতা থেকে বেরিয়ে বর্তমানে আজও গঙ্গাজল সংগ্রহ করে তা কাঁধে বহন করে দক্ষিণেশ্বরের মতো শিব মন্দির থেকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের শম্ভুনাথের উদ্দেশ্যে। প্রতিবছর ভক্তরা এই অনুষ্ঠান নিষ্ঠাভরে পালন করেন।
advertisement
1/5
পবিত্র শ্রাবণে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কাঁওয়ার যাত্রায় শামিল অগণিত ভক্ত
কাঁওয়াড় যাত্রা শিব ভক্তদের একটি বার্ষিক তীর্থযাত্রা, যা হিন্দু সম্প্রদায়ের তিথি মেনে হয়ে থাকে।কাঁওয়ার যাত্রায় কাঁওয়াড়িরা কাঁধে এক বিশেষ ধরনের ভার বহন করেন।ধর্মীয় রীতি অনুযায়ী পবিত্র উৎসবের জল কাঁধের ভারের দুই দিক থেকে নিয়ে যাত্রা করা পুন্যার্থীদের কাঁওয়ার বলা হয়। এই যাত্রাটি মূলত শ্রাবণ মাসেই অনুষ্ঠিত হয়। ভগবান শিবের প্রতি ভক্তি ও গুরুত্বপূর্ণ উদযাপনের পাশাপাশি এই যাত্রায় সকল শিব ভক্তরা মিলিত হন।
advertisement
2/5
উল্লেখ্য, ত্রেতাযুগে শিবের পরম ভক্ত রাবণ কাঁওড়ে পবিত্র গঙ্গার জল এনে রামেশ্বরের জ্যোতির্লিঙ্গে জলাভিষেক করেছিলেন এবং ভগবান শিব হলাহলের ঋণাত্মক প্রভাব থেকে মুক্তি লাভ করেছিলেন।
advertisement
3/5
সেই ইতিহাসের পাতা থেকে বেরিয়ে বর্তমানে আজও গঙ্গাজল সংগ্রহ করে তা কাঁধে বহন করে দক্ষিণেশ্বরের মতো শিব মন্দির থেকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের শম্ভুনাথের উদ্দেশ্যে। প্রতিবছর ভক্তরা এই অনুষ্ঠান নিষ্ঠাভরে পালন করেন।
advertisement
4/5
ব্যারাকপুর শম্ভুনাথের মন্দির এই কাঁওয়ার যাত্রা উপলক্ষে ভোর চারটে নাগাদ মন্দিরের তরফে ভক্তদের জন্য করা হয় উন্মুক্ত দ্বার। তবে শম্ভুনাথের মন্দির খোলার আগে থেকেই মন্দির প্রাঙ্গণে হাজির হয় হাজার হাজার পুণ্যার্থীরা।তবে দক্ষিণেশ্বর থেকে শুরু করে ব্যারাকপুর পর্যন্ত গোটা বিটিরোড ধরে এই কাঁওয়ার যাত্রার জন্য বিভিন্ন ক্যাম্প বসানো হয়। পাশাপাশি এই ক্যাম্পের মাধ্যমেই জল ফল লুচি আলুর দম সকল ভক্তদের হাতে বিতরণ করা হয়।
advertisement
5/5
এই বি টি রোডের ধার ধরে এই ক্যাম্পের কারণেই রাস্তার এক পাশ সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকে। তার বিকল্প হিসেবে ট্রাফিক পুলিশের সাহায্যে, বিটি রোডের আর এক ধার ধরে আপ ও ডাউন যান চলাচল সচল রাখা হয়। এই কাঁওয়ার যাত্রা উপলক্ষে শহরতলির সর্বক্ষেত্রেই থাকে আটোসাঁটো পুলিশি নিরাপত্তা। কোথাও আবার পুলিশি ক্যাম্পের মাধ্যমেও এই সাধারণ পুণ্যার্থীদের জল ও খাবার দিয়ে শম্ভুনাথের যাত্রা সাফল্যমন্ডিত করেন পুলিশ সহ সাধারণ জনমানুষ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kanwar Yatra in Sawan: পবিত্র শ্রাবণে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কাঁওয়ার যাত্রায় শামিল অগণিত ভক্ত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল