'ফেতাই'-এর প্রভাবে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের
Last Updated:
advertisement
1/4

বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা। 'ফেতাই'-এর প্রভাবে গতরাত থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে । বৃষ্টির পরিমাণ বাড়লে চাষে ক্ষতির আশঙ্কা। হুগলির বিভিন্ন এলাকায় ক্ষতির আশঙ্কা। আলু, কপি, অন্য শাক চাষে ক্ষতির আশঙ্কা। ক্ষতি হতে পারে শীতকালীন সবজি চাষে। এমনই আশঙ্কা কৃষকদের একাংশের।
advertisement
2/4
চেন্নাই থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্বে একটু একটু করে পেশি ফোলাচ্ছে ঘূর্ণিঝড় ফেতাই ৷ শক্তি বাড়িয়ে সে ধেয়ে আসছে উপকূলের দিকে ৷ আজই সেই ঝড় আছড়ে পড়তে পারে উপকূলে ৷ অন্ধ্রের মছলিপত্তনম ও কাঁকিনাড়ায় ঝড় আছড়ে পড়তে চলেছে ৷ ফেতাইয়ের জেরেই আবহাওয়ায় এমন ঘোরবদল। ফলে, বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।
advertisement
3/4
ধেয়ে আসছে 'ফেতাই'। ক্রমশ শক্তি হারাবে ঘূর্ণিঝড় 'ফেতাই'। বিকেল থেকে সন্ধের মধ্যে আছড়ে পড়বে। অন্ধ্রের কাঁকিনাড়ার কাছে আছড়ে পড়বে। ৮০-৯০ কিমি বেগে আছড়ে পড়বে 'ফেতাই'। অন্ধ্রের ৭ ও পুদুচেরির ১ জেলায় লাল সতর্কতা। ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ওড়িশা উপকূলেও।
advertisement
4/4
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দিল্লির হাওয়া অফিস। সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে । উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে দুর্যোগ। দিনভর একই থাকবে আবহাওয়া।