Pet Life-Saving Story : লিওকে রক্ত দিল কোকো! ডোবারম্যানের প্রাণ বাঁচালো গোল্ডেন রিট্রিভার! পশুপ্রেমিদের জন্য বড় খবর
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Pet Life-Saving Story : আর চিন্তা নেই! এবার আপনার বাড়ির পোষ্যর যেকোনও রোগের মোকাবিলা করতে পারবেন সহজে! কোকো ও লিওর কাহিনি চোখে জল আনবে
advertisement
1/6

১২ বছর আগে বাগুইআটির প্রতীপ চক্রবর্তীর পোষ্য বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। সেদিন তিনি অনুভব করেন শহরে পোষ্যদের জন্য নেই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। সেই থেকেই পোষ্যদের চিকিৎসা পরিষেবার জন্য শুরু করেন ভাবনা। বর্তমানে রাজ্যে প্রথম, কলকাতাতে ওটি থেকে শুরু করে ডায়ালসিস, এন্ডোসকপি থেকে শুরু করে ভেন্টিলেশন সহ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবের কর্ণধার প্রতীপ চক্রবর্তী
advertisement
2/6
এদিন তার এই পোষ্যদের জন্য চালুকরা অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল যেন এক অভিনব ঘটনার সাক্ষী থাকলো। লিওর প্রাণ বাঁচাতে রক্ত দিল কোকো। কলকাতার বুকে পোষ্য কুকুরের প্রাণ বাঁচাতে আর এক পোষ্য কুকুরের রক্ত দেওয়ার নজির তৈরি হল। যা সমাজেও বড় বার্তা দিল বলেই মনে করছেন অনেকে
advertisement
3/6
জানা গিয়েছে, সত্যজিৎ বিদ্যার্থীর ১০ মাস বয়সী মেল পোষ্য লিও(ডোবারম্যান) এর রক্তের রোগ থাকায় হিমোগ্লোবিন কমে যায়। ফলে লিও-র প্রাণ বাঁচাতে জরুরী ভিত্তিতে রক্ত দেওয়া দরকার হয় পরে। আর তখনই, ঋষিকান্ত মুখোপাধ্যায়ের দশ বছর বয়সী ফিমেল গোল্ডেন রিট্রিভার কোকো এগিয়ে আসে রক্ত দেওয়ার জন্য
advertisement
4/6
কোকোর রক্ততেই যেন প্রাণ বাঁচল লিওর। এই গোটা চিকিৎসা চলেছে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে। প্রতীপ চক্রবর্তী জানান, অত্যাধুনিক এই চিকিৎসা সরঞ্জাম যাতে শহর এমনকি রাজ্যের যেকোনো প্রান্তের পশুপ্রেমীরা ব্যবহার করতে পারবেন বিনামূল্যে।
advertisement
5/6
লাইগেশন হোক বা যেকোনো ধরনের শারীরিক সমস্যায় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চিকিৎসা পরিষেবা মিলবে পোষ্যদের। রাজ্যে প্রথম, কলকাতা শহরে তাই এ ধরনের পরিষেবা নিয়ে এসেছেন তারা। দেশপ্রিয় পার্ক, সল্টলেক সহ ১২ টি ব্রাঞ্চ রয়েছে পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার অ্যানিম্যাল লাভার বাগুইআটির বাসিন্দা প্রতীপ চক্রবর্তীর অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে।
advertisement
6/6
তাই পোষ্যদের শারীরিক সমস্যা বা জটিল রোগে আর বিনা চিকিৎসা নয়, এবার পশুপ্রেমীরা চাইলেই নিতে পারবেন অত্যাধুনিক এই চিকিৎসা পরিসেবা
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Pet Life-Saving Story : লিওকে রক্ত দিল কোকো! ডোবারম্যানের প্রাণ বাঁচালো গোল্ডেন রিট্রিভার! পশুপ্রেমিদের জন্য বড় খবর