TRENDING:

বাঁশের মাচাই ভরসা, প্রাণ হাতে নিয়ে রোজ যাতায়াত! ছবি দেখলে আঁতকে উঠবেন

Last Updated:
এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার দাবি জানালেও সমস্যার সমাধান হয়নি
advertisement
1/6
বাঁশের মাচাই ভরসা, প্রাণ হাতে নিয়ে রোজ যাতায়াত! ছবি দেখলে আঁতকে উঠবেন
<strong>পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ</strong> বাঁশের মাচা ভরসা, জলযন্ত্রণায় নাজেহাল দাসপুরের মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বোয়ালিয়া এলাকায় চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
advertisement
2/6
বছরের অধিকাংশ সময় কৃষিজমির উপর হাঁটু সমান জল জমে থাকে। ফলে বিকল্প কোনও রাস্তা না থাকায় বাঁশের মাচা তৈরি করেই যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
3/6
নন্দনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বোয়ালিয়া এলাকায় চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। দৈনন্দিন কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। বাজার দোকান থেকে স্কুল কলেজ, সমস্ত ক্ষেত্রে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তাঁরা। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
4/6
এলাকাবাসীর অভিযোগ, বাজারহাট থেকে শুরু করে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত প্রতিনিয়ত ওই বাঁশের মাচার উপর দিয়েই যাতায়াত করতে হয়। যে কোনও সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
5/6
জলমগ্ন কৃষিজমির কারণে চাষাবাদও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জীবিকা নির্বাহে সমস্যা বাড়ছে দিন দিন। এক বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাস্তার দাবি জানালেও সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই বছরের পর বছর ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
advertisement
6/6
গ্রামবাসীদের আক্ষেপ, উন্নয়নের যুগে থেকেও যাতায়াতের জন্য তাঁদের মাচার উপর ভরসা করতে হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যার অবসান কবে ঘটে এখন সেটাই দেখার। (ছবি ও তথ্যঃ মিজানুর রহমান)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বাঁশের মাচাই ভরসা, প্রাণ হাতে নিয়ে রোজ যাতায়াত! ছবি দেখলে আঁতকে উঠবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল