Assembly By-election: বাগদায় ভোট দিতে গিয়ে সবার মুখে পান! কারণ শুনলে অবাক হবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
মুখে পান গুঁজে ভোট দিচ্ছে বাগদার মানুষ! ভোটারদের সেবায় বিশেষ ব্যবস্থা রাজনৈতিক দলগুলির
advertisement
1/6

বঙ্গে ভোটের দিন দলীয় বুথ ক্যাম্প থেকে চপ মুড়ি, ঘুগনি এমনকি লুচি তরকারি থেকে শুরু করে বিরিয়ানি আয়োজনের মধ্যে দিয়ে ভোটারদের প্রভাবিত করার ছবি বহু সময় উঠে এসেছে
advertisement
2/6
তবে এবার বাগদা বিধানসভা নির্বাচনে দেখা গেল পান সুপারি জর্দা সহযোগে নেশার দ্রব্য দিয়ে ভোট ক্যাম্প থেকে ভোটারদের খুশি করার ছবি। এমনই ভিন্ন ছবি ধরা পরল বাগদা কুমোরখোলা ১৩৪ নম্বর বুথের সামনে
advertisement
3/6
যদিও এই একই পদ্ধতি অবলম্বন করতে দেখা যায়, তৃণমূল বিজেপি উভয় পক্ষকেই। ভোটগ্রহণ কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরে দলীয় বুথ ক্যাম্পে সাজানো রয়েছে পান, বিড়ি, সিগারেট এমনকি রয়েছে চা এর আয়োজনও
advertisement
4/6
আর এতেই ভোটারদের নেশা দ্রব্য দিয়ে প্রভাবিত করার অভিযোগ তুলছেন একে অপরের বিরুদ্ধে। তবে ক্যাম্প অফিসে বসা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো রকম প্রভাবিত করার উদ্দেশ্যে নয়
advertisement
5/6
মূলত বয়স্ক ভোটারদের উদ্দেশ্যেই এমন আয়োজন। শুধু ভোটারদের জন্যই নয়, দলমত নির্বিশেষে সকল মানুষের জন্যই এই সুবিধা দিচ্ছে তারা
advertisement
6/6
তবে মুখে এক খিলি পান পুরে, ভোটাররা কোন প্রার্থীকে শেষ পর্যন্ত রায় দেয় তা অবশ্য সময় বলবে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Assembly By-election: বাগদায় ভোট দিতে গিয়ে সবার মুখে পান! কারণ শুনলে অবাক হবেন