TRENDING:

Aircraft Museum: কাছ থেকে দেখতে চান যুদ্ধ বিমান, বসতে চান ককপিটে, তাহলে আসতেই হবে এখানে

Last Updated:
Aircraft Museum: এই এয়ার ক্র্যাফট মিউজিয়াম রাজারহাট নিউটাউন তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছেই যে আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে তা বলাই যায়। কারণ, বিশাখাপতনম ছাড়া আর কোথাও নৌসেনার মিউজিয়াম নেই।
advertisement
1/5
কাছ থেকে দেখতে চান যুদ্ধ বিমান, বসতে চান ককপিটে, তাহলে আসতেই হবে এখানে
নিউ টাউনে গড়ে ওঠা এয়ারক্রাফ্ট মিউজিয়াম দেখতে এখন ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
advertisement
2/5
মাত্র ৩০ টাকার টিকিট কেটেই মিউজিয়ামে রাখা বিমানে চরে সব কিছু দেখার সুযোগ মিলছে।
advertisement
3/5
ভারতীয় নৌ সেনা তাদের অব্যবহৃত একটি যুদ্ধবিমান (টুপোলেভ টিইউ-১৪২) এই মিউজিয়ামে মানুষের দেখার জন্য রেখেছে।
advertisement
4/5
এত কাছ থেকে যুদ্ধবিমান দেখার সুযোগ মেলায়, সকল বয়সের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠছে।
advertisement
5/5
বিমানের ককপিট থেকে শুরু করে যুদ্ধের মিসাইল কিভাবে ব্যবহার করা হয় সবটাই দেখানো হয়েছে এখানে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Aircraft Museum: কাছ থেকে দেখতে চান যুদ্ধ বিমান, বসতে চান ককপিটে, তাহলে আসতেই হবে এখানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল