Howrah News: হাওড়ায় হনুমানের তাণ্ডবে গৃহবন্দি মানুষ, আক্রান্ত ১২! আতঙ্কে গোটা এলাকা
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
সাঁকরাইল ধুলোগড় নিউরোড রামপুজোর মাঠ-সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে আতঙ্কে গৃহবন্দী মানুষ। মানুষ দলবদ্ধভাবে বাইরে বের হচ্ছেন। প্রয়োজনে বেরতে হলে অনেকেই হাতে লাঠি নিয়ে ঘুরছেন। এলাকার মানুষকে সতর্ক করতে, স্থানীয় ক্লাবের ছেলেরা মাইকিং করছে।
advertisement
1/5

হনুমানের তাণ্ডবে এলাকায় গৃহবন্ধী মানুষ! আচমকা গাছ থেকে নেমে বসাচ্ছে কামড়। ছেলে বুড়ো রেহাই পায়নি কেউ। হনুমানের কামড়ে আক্রান্ত প্রায় ১০ থেকে ১২ জন । ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্কের রেশ ছড়িয়েছে।
advertisement
2/5
গত প্রায় তিন - চর দিন ধরে হনুমানের তাণ্ডব বাড়ছে ক্রমেই। ১০ বছরের এক শিশুর বাম হাতে কামড় বসায় হনুমান। হাতের মাংস খুবলে তুলে নিয়েছে। ৬২ বছরের এক বৃদ্ধা উঠানে দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ কাঁধে লাভ দিয়ে মাথায় কামড় হনুমানের। মাথায় ক্ষত এতটাই যে চিকিৎসা পেতে বিভিন্ন হাসপাতাল ঘুরতে হয়েছে। অন্য এক ব্যক্তি পুকুর থেকে জল তুলে স্নান করার সময় হঠাৎ ঘারে ঝাঁপ দেয় হনুমান। বাম হাতে ক্ষত সৃষ্টি হয়।
advertisement
3/5
একাকী পথচলা দায় হয়ে পড়ে পড়েছে এলাকায়। এমনকি ঘর থেকে বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছে মানুষ। আরও ভয়ানক ঘটনা হল, রাতেও মানুষকে আক্রমণ করছে হনুমান। বিকেল শেষে সন্ধ্যা হবার পর থেকেই উপদ্রব বাড়ছে, ফলে আতঙ্কে মানুষ।
advertisement
4/5
স্থানীয় মানুষ বন দফতরে জানায়, ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা পৌঁছে খাঁচা পেতে হনুমান ধরার চেষ্টা করছে। বনকর্মীদের কথায় জানা যায়, ক্ষ্যাপা হনুমানটি দলের সঙ্গে ঘুরছে। এলাকায় মানুষের উত্তেজনা রয়েছে। সহজে নামছে না এবং খাঁচায়ও ঢুকছে না। তবে দ্রুত হনুমানটি উদ্ধার করার চেষ্টা চলছে।
advertisement
5/5
সাঁকরাইল ধুলোগড় নিউরোড রামপুজোর মাঠ-সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে আতঙ্কে গৃহবন্দী মানুষ। মানুষ দলবদ্ধভাবে বাইরে বের হচ্ছেন। প্রয়োজনে বেরতে হলে অনেকেই হাতে লাঠি নিয়ে ঘুরছেন। এলাকার মানুষকে সতর্ক করতে, স্থানীয় ক্লাবের ছেলেরা মাইকিং করছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়ায় হনুমানের তাণ্ডবে গৃহবন্দি মানুষ, আক্রান্ত ১২! আতঙ্কে গোটা এলাকা