Peacock: বর্ধমানের রাস্তায় লোকালয়েই ঘুরে বেড়াচ্ছে ময়ূরের দল! জমছে মানুষের ভিড়
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Peacock: ময়ূর দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ! বর্ধমানের আউশগ্রামে দেখা মিলছে একাধিক ময়ূরের!
advertisement
1/6

রাজ্যের অন্যতম একটি জেলা হল পূর্ব বর্ধমান। এই জেলা শস্য ভান্ডার নামে পরিচিত হলেও , এই জেলার কিছুটা অংশ জেলার জঙ্গলমহল নামেই পরিচিত। সেই জায়গা হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম।
advertisement
2/6
এই আউশগ্রাম ঘেরা রয়েছে শুধুমাত্র জঙ্গল দিয়ে । জেলার বুকে যেন এক অনবদ্য পরিবেশ । বর্তমানে এই আউশগ্রামকে কেন্দ্র করে হাতে গোনা একটা বা দুটো রিসর্টও গড়ে উঠেছে ।
advertisement
3/6
স্থানীয় ও বনদফতর সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে কাঁকসার জঙ্গলে, দেউলে পরীক্ষামূলক ভাবে কয়েকটি ময়ূর ছেড়েছিল বনদফতর। পরবর্তীতে উপযুক্ত পরিবেশ পেয়ে সেই ময়ূর বংশবিস্তার করে আশেপাশের জঙ্গলে ছড়িয়ে পড়েছে। আর সেইমত আদুরিয়া জঙ্গলেও স্থানীয় বাসিন্দারা ময়ূর দেখতে পেতেন বলে জানান।
advertisement
4/6
এছাড়াও আদুরিয়ার স্থানীয়দের মধ্যে একাংশ আরও জানিয়েছেন ,প্রতি বছর শীতের মরশুমে ঝাঁকে ঝাঁকে ময়ূর দেখতে পাওয়া যায় এই এলাকায় । এক একটি ঝাঁকে প্রায় ৩০ থেকে ৪০ টি ময়ূরের দেখা পাওয়া যায়। ইতিমধ্যে বাইরে থেকেও অনেকে আউশগ্রাম ঘুরতে এসে ময়ূর দেখার জন্য আদুরিয়া আসছেন।
advertisement
5/6
তবে শুধু শীতকাল নয় , এবার গ্রীষ্মকালেও ময়ূর দেখা যাচ্ছে। তীব্র গরমেও লোকালয়ের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে ময়ূর। সম্প্রতি আউশগ্রামের ছোড়া হাটতলার কাছে , একটি গাছের মধ্যে ময়ূর বসে থাকতে দেখা গিয়েছে। ময়ূর দেখে সেই ছবি ক্যামেরা বন্দি করেছেন অনেকেই। ময়ূরের দেখা পেয়ে খুশি স্থানীয়রাও।
advertisement
6/6
এই বিষয়ে জেলা বনাধিকারী নিশা গোস্বামী জানিয়েছেন, "হ্যাঁ বিষয়টা ভালই। সঠিক সংখ্যাটা না জানা থাকলেও , ময়ূরের সংখ্যাটা আগের থেকে বেড়েছে। তবে আমাদের অনুমান সংখ্যাটা একশোর কাছাকাছি দাঁড়িয়েছে। সাধারণ মানুষ ময়ূর দেখতে পাচ্ছে বিষয়টা ভাল। ওরাও এদের সংরক্ষণে উদ্যোগী হবে।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Peacock: বর্ধমানের রাস্তায় লোকালয়েই ঘুরে বেড়াচ্ছে ময়ূরের দল! জমছে মানুষের ভিড়