চলন্ত লোকাল ট্রেনের কামরায় এভাবেই যাত্রীরা একে অপরকে সাজালেন রঙিন ফুলে, হল মিষ্টি মুখ - কেন জানেন!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
চলন্ত লোকাল ট্রেনের কামরায় এভাবেই যাত্রীরা একে অপরকে পড়ালেন রঙিন ফুল, হল মিষ্টি মুখ - কেন জানেন!
advertisement
1/6

উওর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: লোকাল ট্রেনের কামরায় আগাম রাখি বন্ধনে মেতে উঠলেন নিত্যযাত্রীদের। যাত্রীরাই একে অপরের হাতে পড়িয়ে দিলেন ভাতৃত্বের রাখি
advertisement
2/6
রাখি বন্ধন উৎসবের আগেই, এদিন বনগাঁ-মাঝেরহাট লোকাল ট্রেনের কামরায় দেখা গেল এই দৃশ্য। চলন্ত ট্রেনের মধ্যেই নিত্যযাত্রীরা একে অপরকে পরিয়ে দেন সুন্দর সুন্দর নানা রঙের রাখি
advertisement
3/6
শুধু রাখি বন্ধন নয়, তার সঙ্গে চলে মিষ্টি মুখও। হাতে রাখি পরে, চকলেট খেয়ে হাসি-আড্ডায় মেতে ওঠেন লোকাল ট্রেনের প্রথম কামরার যাত্রীরা
advertisement
4/6
আয়োজকদের মধ্যে ছিলেন যাত্রী প্রদীপ ব্যানার্জি, নয়ন চক্রবর্তী, পার্থ কাশ্যপ, সঞ্জয় মন্ডল, মসিউর রহমান মন্ডল সহ বহু নিত্যযাত্রীরাই
advertisement
5/6
শনিবার ছুটি থাকায় অনেক যাত্রীই ট্রেনে উঠতে পারবেন না, তাই একদিন আগেই এই উৎসব পালন করা হয় বলেই জানানো হয়েছে ওই ট্রেনার যাত্রীদের তরফে
advertisement
6/6
তাদের কথায়, আমরা প্রতিদিন একসঙ্গে যাতায়াত করি। আমাদের মধ্যে যে আত্মিক বন্ধন তৈরি হয়েছে, সেটিকে আরও দৃঢ় করতেই এই ছোট্ট উদ্যোগ।পরিচিত-অপরিচিতের ভেদ ভুলে সৌহার্দ্য ও ভালোবাসায় যেন একাকার হয়ে গেল গোটা লোকাল ট্রেনের কামরা
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
চলন্ত লোকাল ট্রেনের কামরায় এভাবেই যাত্রীরা একে অপরকে সাজালেন রঙিন ফুলে, হল মিষ্টি মুখ - কেন জানেন!