TRENDING:

Panchayat Durniti: হিসেবে লক্ষ লক্ষ টাকার গরমিল, পঞ্চায়েত দুর্নীতির মারাত্মক অভিযোগ আমডিহায়

Last Updated:
পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন জানান তিনিও দুর্নীতির কথা শুনেছেন বিষয়টা দেখে ব্যাবস্থা নেওয়া হবে। জেলাশাসককে এ ব্যাপারে প্রশ্ন করলে তদন্তের আশ্বাস দেন।
advertisement
1/5
হিসেবে লক্ষ লক্ষ টাকার গরমিল, পঞ্চায়েত দুর্নীতির মারাত্মক অভিযোগ আমডিহায়
#ঝাড়গ্রাম : মানিকপাড়া গ্রামপঞ্চায়েতের সাত নম্বর আমডিহা অঞ্চল। গ্রামবাসীদের দীর্ঘ দিনের অভিযোগ পঞ্চায়েতের কাজের নামে ডাকাতি হয়েছে এখানে। খবর পেয়ে আমরা পৌছাই সেখানে। পৌছে চোখ কপালে ওঠার জোগাড়। গ্রামবাসীরা একের পর এক অভিযোগ করে চলেছেন। কাজ না করেই টাকাতুলে নেওয়া হয়েছে তার আর টি আই এর কাগজ দেখিয়ে।
advertisement
2/5
খুঁজতে নেমে যা জানা গেছে তাতে কাজের নামঃ (3210005007/IC/320201060484585) Constitution of Minors canal beside sisu uddyan at amdiha. টাকা বরাদ্দ করা হয়েছে ১৭৮৮৮২ টাকা। কাজ হয়ে গেছে বলে টাকা ওঠানো হয়েছে ১৪৬০৬৪ টাকা। পার্কের পেছনে বাঁশ দিয়ে ঘেরা জায়গায়  প্রকল্পের বোর্ডেও বাংলায় লেখা আছে পাশে ক্যানেল খনন। অথচ গোটা পার্কের পাশে কোনও ক্যানেল চোখে পড়লো না। পার্কের পেছনে বনদফতর এর জমিতে পুরানো মাটি খোঁড়া আছে অভিযোগ সেটা দেখিয়েই নাকি টাকা তুলে নেওয়া হয়েছে।
advertisement
3/5
গ্রামবাসী প্রতিবাদ করায় ধারলো অস্ত্র দিয়ে হামলাও চালানোর অভিযোগ। শুধু তাই নয়। পঞ্চায়েত মেম্বার তথা উপপ্রধান পুলিশ কে কাজে লাগিয়ে তাদের কেই গ্রেফতার করে বলে অভিযোগ। 
advertisement
4/5
চাঞ্চল্যকর অভিযোগ আরও করলেন উদ্যানের দেখাশুনো যিনি করেন তাকে দেখভালের জন্য একবার তিন হাজার টাকা দেওয়া হয়েছিল। তারপর তিনবার তার জবকার্ড সহ ব্যাঙ্কে টাকা আসবে বলে টিপছাপ নেওয়া হয়েছে। অথচ আজ পর্যন্ত একটাকাও পাননি। জব কার্ড ও যারা কাজ করেছেন তাদের কাছে থাকে না। থাকে উপপ্রধান এর কাছে বলে অভিযোগ।
advertisement
5/5
গ্রামবাসীদের অভিযোগ এর সত্যতা স্বচোক্ষে দেখে প্রধানের কাছে জানতে চাইলে তিনি অন্যত্র সরে পরছেন। দেখা করছেন না। যদিও পঞ্চায়েত সমিতির সভা পতি রেখা সরেন স্বীকার করেছেন অভিযোগ পেয়েছেন বিষয়টা দেখা হচ্ছে। জেলা শাসক সহ সমস্ত জায়গাতে অভিযোগ দায়ের হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন জানান তিনিও দুর্নীতির কথা শুনেছেন বিষয়টা দেখে ব্যাবস্থা নেওয়া হবে। জেলাশাসককে এ ব্যাপারে প্রশ্ন করলে তদন্তের আশ্বস দেন। Input-  Raju Singh
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Panchayat Durniti: হিসেবে লক্ষ লক্ষ টাকার গরমিল, পঞ্চায়েত দুর্নীতির মারাত্মক অভিযোগ আমডিহায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল