অভিভাবকরা কোলে করে স্কুলে নিয়ে যাচ্ছেন বাচ্চাদের! কিসের ভয় ঘিরছে বর্ধমানের স্কুলে? জানলে চমকে উঠবেন!
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
ছোট ছোট ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। অভিভাবক থেকে শুরু করে শিক্ষিকা সকলেই উদ্বেগে রয়েছেন।
advertisement
1/6

পূর্বস্থলী ২ ব্লকের কাঁলেখাতলা ২ পঞ্চায়েতের অন্তর্গত তেলিনওপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের সামনে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। যার জেরে ছোট ছোট ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। অভিভাবক থেকে শুরু করে শিক্ষিকা সকলেই উদ্বেগে রয়েছেন। প্রতিদিন জলমগ্ন রাস্তা পেরিয়ে বাচ্চারা স্কুলে পৌঁছতে গিয়ে নাজেহাল হচ্ছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/6
স্থানীয় বাসিন্দা মিঠু মণ্ডল দেবনাথ জানান, প্রায় এক দেড় মাস ধরে জল জমে রয়েছে। কোনও রকম নিকাশির ব্যবস্থা নেই। এর ফলে পড়ুয়াদের খুবই অসুবিধা হচ্ছে। তাছাড়া সাপ উঠে আসার আশঙ্কা সবসময় থেকেই যায়। আমরা ভয়ে বাচ্চাদের পাঠাতে পাঠায় না অনেক সময়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/6
অভিভাবকরা জানান, একদিকে পড়াশোনা চালিয়ে যেতে চাইছে বাচ্চারা, অন্যদিকে জলে ভরা রাস্তা পেরোনো নিয়ে রয়েছে প্রচণ্ড ভয়। অনেক সময় স্কুলে যেতে দেরি হয়। কখনও কখনও কোলে করে বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতে হয়। ফলে প্রতিদিনই এক ধরনের দুশ্চিন্তায় ভুগতে হচ্ছে অভিভাবকদের।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/6
শিশু শিক্ষা কেন্দ্রের দিদিমনি মিঠু দেবনাথ জানিয়েছেন, এই সমস্যার কথা বিভিন্ন জায়গায় বহুবার জানানো হয়েছে। তবে এতদিনেও স্থায়ী সমাধান হয়নি। শুধু বর্ষাকালে নয়, সামান্য বৃষ্টি হলেই এই অবস্থা হয়। ফলে প্রতিবারই বাচ্চাদের পড়াশোনা যেন বাধার মুখে পড়ে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/6
গ্রামবাসীরা বলেন, প্রত্যেক বছর বর্ষাকালে একই পরিস্থিতি তৈরি হয়। আমরা চাই অন্তত নিকাশির সঠিক ব্যবস্থা করা হোক। তাহলে ভবিষ্যতে আর বাচ্চাদের এমন ভোগান্তির মুখে পড়তে হবে না। তাঁদের মতে, শিশুদের শিক্ষা ও নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সমস্যার সমাধান জরুরি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
6/6
সব মিলিয়ে, তেলিনওপাড়া শিশু শিক্ষা কেন্দ্র ঘিরে জল জমার সমস্যায় পড়ুয়াদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষাকাল এলেই যে সমস্যার পুনরাবৃত্তি হয়, তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সর্বত্র। গ্রামবাসীদের আশা, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার সঠিক সমাধান করবে, যাতে বাচ্চারা নির্বিঘ্নে স্কুলে যেতে পারে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
অভিভাবকরা কোলে করে স্কুলে নিয়ে যাচ্ছেন বাচ্চাদের! কিসের ভয় ঘিরছে বর্ধমানের স্কুলে? জানলে চমকে উঠবেন!