TRENDING:

ভিড় বাসে অভব্য আচরণ? বেপরোয়া গতি? আর নয়! চলতি মাসেই 'বড়' পদক্ষেপ

Last Updated:
ভিড় বাসে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করলে বা নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালালে যাত্রীরা ব্যবহার করতে পারবেন এই প্যানিক বোতাম।
advertisement
1/5
ভিড় বাসে অভব্য আচরণ? বেপরোয়া গতি? আর নয়! চলতি মাসেই 'বড়' পদক্ষেপ
রাজ্যের প্রতিটি যাত্রিবাহী যানবাহনে প্যানিক বোতাম লাগানো বাধ্যতামূলক। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন যাত্রিবাহী যানে চলতি মাস থেকেই ওই বোতাম লাগানো বাধ্যতামূলক করা হবে। পুরনো গাড়িগুলিতে ৩১ মার্চের মধ্যে এই সিস্টেম চালু করতে হবে। পূর্ব বর্ধমান জেলাতেও তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পূর্ব বর্ধমান জেলার আরটিও অনুপম চক্রবর্তী জানান, এই টেকনোলজি নিয়ে প্রশিক্ষণ চলছে। নতুন গাড়ির ক্ষেত্রে এই সিস্টেম খুব সহজেই চালু করা সম্ভব হবে।
advertisement
2/5
ভিড় বাসে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করলে বা নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালালে যাত্রীরা ব্যবহার করতে পারবেন এই প্যানিক বোতাম। ভেহিকেল লোকাল ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে কন্ট্রোল রুমে বসেই সেই যানবাহনটিকে চিহ্নিত করা যাবে। সেটি কোন জায়গায় অবস্থান করছে সেটাও বোঝা যাবে।
advertisement
3/5
কন্ট্রোল রুমে আধিকারিকেরা বার্তা পাওয়ার পরেই তৎক্ষণাৎ পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। সেই মতো পদক্ষেপ করা হবে।  কন্ট্রোল রুম ছাড়াও পরিবহণ দফতরের মোবাইলেও ‘সুরক্ষা অ্যাপ মিত্র' নামে একটি অ্যাপ ডাউনলোড করা হবে। প্যানিক বোতাম টিপলে এই অ্যাপের মাধ্যমেও আধিকারিকরা বার্তা পেয়ে যাবেন।
advertisement
4/5
দুর্গাপুর, শিলিগুড়ি ও কলকাতায় পরিবহণ দফতর কন্ট্রোল রুম তৈরি করছে। বাস, ম্যাজিক ভ্যান জাতীয় গাড়িতে ওই সিস্টেম চালু থাকবে।পরিবহণ দফতরের আধিকারিকেরা জানাচ্ছেন, প্যানিক বোতাম বা ভেহিকেল লোকাল ট্র্যাকিং ডিভাইস যানবাহনে না থাকলে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থায় মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবেন।
advertisement
5/5
প্যানিক বোতাম টিপলে বাস বা অন্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর বা গাড়ির মালিকের নামও সহজে জানা যাবে। অনেক গাড়ির চালক কানে মোবাইল নিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালান। যাত্রীরা বিপদ টের পেলেও প্যানিক বোতাম টিপতে পারেন। তৎক্ষণাৎ বাস চালকের সঙ্গে যোগাযোগ করে চালককে সতর্ক করা হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ভিড় বাসে অভব্য আচরণ? বেপরোয়া গতি? আর নয়! চলতি মাসেই 'বড়' পদক্ষেপ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল