TRENDING:

Panagarh Accident Case: পানাগড়ের তরুণী মৃত্যুর ঘটনায় কারা গোপন জবানবন্দি দিল জানেন! এবার সুতন্দ্রার মায়েরও অন্য 'সন্দেহ'! গাড়ির ভিতরে কী ঘটেছিল?

Last Updated:
Panagarh Accident Case: অনিচ্ছাকৃত খুনের অভিযোগে সুতন্দ্রার মৃত্যুর তদন্ত করছে পুলিশ। কিন্তু তদন্ত কতদূর এগোল, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
1/7
পানাগড়ের তরুণী মৃত্যুর ঘটনায় কারা গোপন জবানবন্দি দিল জানেন! সুতন্দ্রার মায়েরও অন্য সন্দেহ
পানাগড় দুর্ঘটনার তিনদিন পার হলেও কাউকে এখনও আটক বা গ্রেফতার করা যায়নি। প্রথমে যে দাবি করা হয়েছিল এই ঘটনা নিয়ে, সেই 'ইভটিজিংয়ের' তত্ত্ব ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে পুলিশ। বরং পুলিশের তরফে দাবি করা হয়েছে, দুটি গাড়ির রেষারেষির জেরেই ঘটে দুর্ঘটনা।
advertisement
2/7
এরই মধ্যে বুধবার সুতন্দ্রার গাড়িতে থাকা তিন আরোহীর গোপন জবানবন্দিও নেওয়া হয় পুলিশের তরফে। তারপরেও একের পর এক প্রশ্ন উঠছে। যদিও এখনও প্রশ্ন উঠছে, শুধুই কি রেষারেষির বলি সুতন্দ্রা? রেষারেষির কারণ কি শুধুই গাড়িতে ধাক্কা লাগা? কেন বাবলু যাদবের গাড়িকে ধাওয়া করেছিল সুতন্দ্রাদের গাড়ি? যে প্রশ্নগুলির উত্তর এখনও অধরা।
advertisement
3/7
অনিচ্ছাকৃত খুনের অভিযোগে সুতন্দ্রার মৃত্যুর তদন্ত করছে পুলিশ। কিন্তু তদন্ত কতদূর এগোল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও ধোঁয়াশা ভরা।
advertisement
4/7
এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন সুতন্দ্রার মা। শেষমেশ পুলিশের তদন্তের উপর ভরসা করছেন পানাগড় কাণ্ডে মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। এখন সন্দেহের তালিকায় রাখছেন সেদিন সুতন্দ্রার গাড়ির চালক ও গাড়িতে সঙ্গে থাকা বন্ধুদেরও। মৃত তরুণীর মা তনুশ্রী চট্টোপাধ্যায় বলেন, ”কিছু একটা গোপন করা হচ্ছে। কে করছে, কেন করেছে, বলতে পারব না। আমি কনফিউজড।”
advertisement
5/7
সুতন্দ্রার মা তনুশ্রীদেবী আজ বলেন, ”আমরা সিসিটিভি ফুটেজে যা দেখছি, তাতে বলছি সাদা গাড়ি হোক নীল গাড়ি হোক, আমাদের গাড়ি হোক বা যেই অপরাধী হোক, তার ঠিক ঠিক তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা করা হোক।”
advertisement
6/7
তিনি বলেন, ”আমি সিসিটিভি ফুটেজে দেখলাম সাদা গাড়িটা আগে যাচ্ছে, পিছনে আমাদের গাড়িটা খুব জোরে যাচ্ছে। আমার প্রশ্ন এত জোরে কেন চালাচ্ছিল? ও তো দাঁড়িয়ে যেতে পারত। গাড়িতে যারা ছিল, তারা কেন ড্রাইভারকে বলেনি এত জোরে না চালাতে। তদন্তের স্বার্থে মেয়ের গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করুক পুলিশ।”
advertisement
7/7
কন্যাহারা মায়ের আক্ষেপ, ”আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। কে আসল দোষী সেটা পুলিশ তদন্ত করুক। যে গাড়ির লোকই দোষী হোক তদন্ত করে, পুলিশ বের করুক।” প্রসঙ্গত, ঘটনার দিন সুতন্দ্রার গাড়ি চালাচ্ছিল রাজদেও শর্মা। সুতন্দ্রার সঙ্গে গাড়িতে ছিলেন মন্টু ঘোষ, মিন্টু মণ্ডল, প্রদীপ দত্ত।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Panagarh Accident Case: পানাগড়ের তরুণী মৃত্যুর ঘটনায় কারা গোপন জবানবন্দি দিল জানেন! এবার সুতন্দ্রার মায়েরও অন্য 'সন্দেহ'! গাড়ির ভিতরে কী ঘটেছিল?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল