Palash: পলাশে-পলাশে মাততে চান? বাঁকুড়ার এই ৫ জায়গায় ঘুরে আসুন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
পলাশ ফুলে ভরে যায় চারপাশ, অবশ্যই আসুন বাঁকুড়ার এই ৫ জায়গায়
advertisement
1/6

পলাশ দেখতে চান? রইল বাঁকুড়ার ৫ জায়গার ঠিকানা, যেখানে পলাশে ঢাকা থাকে চারদিক
advertisement
2/6
প্রথমেই চলে যান জঙ্গলমহল। বাঁকুড়ার খাতড়া মহকুমার অন্তর্গত কয়েকটি প্রত্যন্ত ব্লকে দেখা যায় পলাশের সমারহ। যেমন রায়পুর এবং রানীবাঁধ।
advertisement
3/6
বাঁকুড়ার এমন একটা জায়গা যেখানে শুকনো পাতার আওয়াজ শোনা যায় কান পাতলে। মনে হবে শহরের গজগজানি থেকে কত দূরে চলে এসেছেন।মুকুটমণিপুর পৌঁছে যান। সেখান থেকে গাড়িতে ৩২ কিমি পথ পাড়ি দিলেই সুতান ফরেস্ট।
advertisement
4/6
বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়। এই শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকা এখন সেজে উঠবে পলাশে
advertisement
5/6
বাঁকুড়ার মুকুটমণিপুর। বাঁকুড়ার রানি মুকুটমণিপুর একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বসন্তকালের পাওনা পলাশ ফুল
advertisement
6/6
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লক। এটি এমন একটি ব্লক যেখানে রয়েছে একাধিক পাহাড় এবং সুন্দর জলধারা। গঙ্গাজলঘাটি ব্লকে দেখা যায় পলাশফুল।