Thunderstorm Alert: হাওয়ার গতি ফুঁসবে, প্রবল বৃষ্টি জেলায়, জেলায়, ৬০ কিমি প্রতি ঘণ্টা গতির হাওয়া সাফ করবে সব, কখন আসছে দুর্যোগ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Orange Alert: সিকিমে তুষারপাত দার্জিলিংয়ে দফায় দফায় বৃষ্টি! হলুদ সতর্কতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস
advertisement
1/6

৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া বইবে তোলপাড় হবে পশ্চিমবঙ্গের জেলার পর জেলা৷ এর পাশাপাশি বজ্র-বিদ্যুৎ সহ ঝড় -বৃষ্টিতে নাকাল হবে পশ্চিমবঙ্গ৷ জারি অ্যালার্ট৷ ইয়েলো এবং অরেঞ্জ অ্যালার্ট৷ Photo- Representative
advertisement
2/6
ঝড়-বৃষ্টি . বজ্র বিদ্যুৎ আগামী ৫ মে পর্যন্ত রোজই পশ্চিমবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে৷ ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ সঙ্গে হবে প্রবল ঝড় বৃষ্টি৷ , কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ইয়েলো ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷
advertisement
3/6
সিকিমে অনবরত শিলাবৃষ্টির সঙ্গে তুষারপাতের জেরে শৈল শহরে দফায় দফায় বৃষ্টিপাত। মেঘে ঢাকা আকাশে কখনো রোদের লুকোচুরি খেলা আবার হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি। বারে বারে মুড সুইং, উত্তরের আবহাওয়ার।
advertisement
4/6
বুধবার ভোর রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টিপাত। দিনের বেলা হালকা রোদের দেখা মিললেও চারিদিকে মেঘে ঢাকা আকাশ। সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ।
advertisement
5/6
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের পাহাড় থেকে সমতল প্রত্যেক জেলায় ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি। হাসফাঁস গরমে এই বৃষ্টি যেন অনেকটাই স্বস্তি এনে দিয়েছে উত্তরবঙ্গবাসীর মনে।
advertisement
6/6
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও ঝমঝমিয়ে বৃষ্টি চলবে ।টানা বৃষ্টির পর ফের অতিষ্ঠ গরমে ভুগবে গোটা উত্তরবঙ্গবাসী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Thunderstorm Alert: হাওয়ার গতি ফুঁসবে, প্রবল বৃষ্টি জেলায়, জেলায়, ৬০ কিমি প্রতি ঘণ্টা গতির হাওয়া সাফ করবে সব, কখন আসছে দুর্যোগ