TRENDING:

Orange Alert: বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, আরও প্রবল বৃদ্ধি পাবে জারি অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট

Last Updated:
Orange Alert: উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে নামল স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। সপ্তাহের শেষে শনিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টির পরিমাণ। 
advertisement
1/19
বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি,আরও প্রবল বৃদ্ধি পাবে জারি অরেঞ্জ Alert
: বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকাল পর্যন্ত চলছে বৃষ্টি। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে। শেষ কয়েক দিন ধরে বাড়ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা। তবে বৃষ্টি শুরু হওয়ায় আবারও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। Photo Courtesy- IMD 
advertisement
2/19
শনিবার বাংলায় শেষ পর্বের ভোট৷  আর সেখানেই ফের একবার তোলপাড় করা আবহাওয়া দেখা যাবে৷ সপ্তাহের শুরুতেই রিমল আসার পরেই ফের একবার নিম্নচাপের হাঁকাহাঁকি৷ এই মুহূর্তে তার সঙ্গে প্রাক মৌসুমী বৃষ্টিপাত৷ সব মিলিয়ে ফের একবার বঙ্গে বৃষ্টির আবহাওয়া৷
advertisement
3/19
এই মুহূর্তে উত্তর পূর্ব অসম এবং তার পার্শ্ববর্তী এলাকা দিয়ে বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত৷ এর জেরেই দক্ষিণ-পূর্বের হাওয়া বঙ্গোপসাগর থেকে প্রবল গতিবেগে সাউথ ইস্টারলিস ইস্টারলি হিসেবে বয়ে যাবে৷
advertisement
4/19
অসমের উপর দিয়ে সাইক্লোনিক সার্কুলেশেনের জেরে এবং ইতিমধ্যেই মৌসুমী বায়ু হিমালয় পর্বত সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করে গেছে৷
advertisement
5/19
এছাড়াও একটি ট্রফ বিস্তৃত রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত৷ এর জেরে ৩০ -৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাবে হাওয়া৷ সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷
advertisement
6/19
আগামী ২জুন থেকে ৪ জুন পর্যন্ত এই ঝড় -বৃষ্টি বজ্রপাতের ধারা জারি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়৷
advertisement
7/19
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা ওয়েদার আপডেটে জানা গেছে প্রবল গতিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, , পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব জায়গা দিয়ে ঘণ্টা. ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হু হু করে হাওয়া বয়ে যাবে৷
advertisement
8/19
এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ১ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷ অন্যদিকে  ১ ও ২ তারিখে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঝড়-বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷
advertisement
9/19
এই জেলাগুলি বাদে দক্ষিণবঙ্গের কলকাতা ওয়েদার আপডেট সহ বাকি সব জেলগুলিতেই ঝড়-বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে৷
advertisement
10/19
রাত পোহালে ই সপ্তদশ লোকসভা নির্বাচন একেবারে শেষ দফার ভোট গ্রহণ হবে রাজ্যে। শনিবার রাজ্যে নয়টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে এর মধ্যে রয়েছে অন্যতম হেভিওয়েট দুই লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার ও যাদবপুর লোকসভা কেন্দ্র। এছাড়া রয়েছে জয়নগর ও মথুরাপুর।
advertisement
11/19
দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে ভোটের দিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
advertisement
12/19
বৃষ্টির মধ্যেও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকায় গুলিতে ইতিমধ্যেই মধ্যে কেন্দ্রীয় বাহিনী রুড মার্চ শুরু করে দিয়েছে।
advertisement
13/19
ইতিমধ্যেই বিভিন্ন লোকসভা কেন্দ্রের ডিসিআরসি থেকে ভোট কর্মীরা তাদের ভোটের সামগ্রিক নিয়ে বুথের উদ্দেশ্যে প্রত্যন্ত দ্বীপ এলাকাগুলিতে ইতিমধ্যেই রওনা দিয়েছে ভোট কর্মীরা।
advertisement
14/19
নতুন করে আবারো আবহাওয়া পরিবর্তন হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পরতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। কাল সকাল থেকে যদি আবারও বৃষ্টি শুরু হয় তাহলে একটু হলেও সমস্যায় হতে পারে
advertisement
15/19
আলিপুর আবহাওয়া অফিস থেকে জানা যায় প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে। শুক্রবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টি ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
16/19
রিমল ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অনেকটাই এগিয়ে এসেছে। তার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বাতাস হু হু করে ঢুকছে। অন্যদিকে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে। এই দুই এর প্রভাবে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই বৃষ্টি চলছে। বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া।
advertisement
17/19
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার থেকে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির, দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী শনিবার থেকে আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বাড়বে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পরিমাণ।
advertisement
18/19
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই বৃহস্পতিবার রাত্রি থেকে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বইছে দমকা ঝড়ো হাওয়া। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইছে ঝড়ো হাওয়া। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার নিম্নমুখী হয়েছে। শেষ ২৪ ঘন্টায় দিঘার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৯.৫ ডিগ্রী সেলসিয়াস। এদিন অর্থাৎ ৩১ মে শুক্রবার দিঘার তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ। জেলা জুড়ে বৃষ্টি হয়েছে প্রায় ১০ মিলিমিটার।
advertisement
19/19
দিঘার হাওয়া অফিস সূত্রে জানা যায় চলতি সপ্তাহের শেষে দিঘায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতদিঘা সহ পূর্ব মেদনীপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আগামী তিন চার দিন দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতার কথা জানিয়ে হাওয়া অফিস। শনিবার থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Input- Saikat Shee 
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Orange Alert: বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, আরও প্রবল বৃদ্ধি পাবে জারি অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল