Onion Price Hike: বৃষ্টিই কাল হল! জলায় তলায় পিঁয়াজ চাষের জমি, আরও কি বাড়বে দাম? মধ্যবিত্তের মাথায় হাত
- Published by:Rachana Majumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
বুধবার থেকে টানা বৃষ্টির জেরে পূর্ব বর্ধমান জেলায় পিঁয়াজ-সহ বিভিন্ন রবিশস্যে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
advertisement
1/6

বুধবার থেকে টানা বৃষ্টির জেরে পূর্ব বর্ধমান জেলায় পিঁয়াজ-সহ বিভিন্ন রবিশস্যে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
advertisement
2/6
পিঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়েছে আগেই। খুচরো বাজারে কেজি প্রতি ষাট টাকায় বিক্রি হচ্ছে পিঁয়াজ। নতুন পিঁয়াজ উঠলে দাম কমবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু নিম্নচাপের এই বৃষ্টি সেই আশায় জল ঢেলে দিল। টানা দুদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গে পিঁয়াজ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার বেশিরভাগ পিঁয়াজ জমি জলের তলায়।
advertisement
3/6
বুধবার থেকে টানা বৃষ্টির জেরে পূর্ব বর্ধমান জেলায় পিঁয়াজ-সহ বিভিন্ন রবিশস্যে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতি হবে সবজি চাষেও। কৃষি দফতরের প্রথমিক রিপোর্ট অনুযায়ী জেলায় পিঁয়াজ, সরষে, শীতকালীন সবজি, মুসুর ডাল সহ বিভিন্ন ফসলে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
advertisement
4/6
বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত একনাগাড়ে বৃষ্টি হয়েছে এই জেলায়। কোনও কোনও জায়গায় ৫০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। কম সময়ে এত বেশি বৃষ্টি হওয়ায় জমিতে জল জমে গিয়েছে। নিকাশি হতে পারছে না।
advertisement
5/6
কৃষি ও উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় পিঁয়াজ চাষ হয়ে থাকে প্রায় ৫ হাজার হেক্টর মতো। তার মধ্যে প্রায় ৭০ শতাংশ জমিতে পিঁয়াজ বসানো হয়ে গিয়েছে। এছাড়া ২০ হাজার হেক্টরেরও বেশি জমিতে সরষে চাষ হয়ে থাকে। মুসুর চাষও হয়ে থাকে কয়েক হাজার হেক্টরে। জেলায় এবার সবজি চাষ হয়েছে ২৭৯০ হেক্টর জমিতে। তার মধ্যে ২৩০৫ হেক্টর জমিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
advertisement
6/6
বহু ব্লকেই সেই সব জমিও কার্যত জলের তলায় চলে গিয়েছে। জেলার মধ্যে কালনা-১-২, পূর্বস্থলী-১ ও ২, মেমারি-১ ও ২, জামালপুর, রায়না-১ ও ২ সহ বিভিন্ন ব্লক ক্ষতিগ্রস্ত। পিঁয়াজ চাষও বেশিরভাগটাই কালনা মহকুমায় হয়ে থাকে।কৃষি দফতর ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে। কৃষি দফতরের রিপোর্ট অনুযায়ী, কালনা-২ ব্লকে ৪৩৮০ হেক্টর আলু, ৪৬০ হেক্টর মুসুর ডাল, ৫১০ হেক্টর পিঁয়াজ, ৭৮০ হেক্টর শীতকালীন সবজিতে বৃষ্টির প্রভাব পড়েছে। ক্ষতির আশঙ্কা আলু, পিঁয়াজ সহ অন্যান্য রবিশস্যেও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Onion Price Hike: বৃষ্টিই কাল হল! জলায় তলায় পিঁয়াজ চাষের জমি, আরও কি বাড়বে দাম? মধ্যবিত্তের মাথায় হাত