Tourist Destination: রাজ্যের অন্যতম প্রাচীন গ্রাম, পাবেন বিদ্রোহী কবিকে কাছে থেকে জানার সুযোগ! ঘুরে আসুন চুরুলিয়া থেকে
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Tourist Destination: নতুন বছরে অনেকেই পিকনিক করতে যাবেন। অনেকেই ঘুরতে যাবেন। কেউ আবার একদিনের ছোট্ট ছুটিতে কোথাও ঘুরে আসতে চাইছেন। তাদের জন্য রয়েছে অন্য রকম সুযোগ।
advertisement
1/5

নতুন বছরে অনেকেই পিকনিক করতে যাবেন। অনেকেই ঘুরতে যাবেন। কেউ আবার একদিনের ছোট্ট ছুটিতে কোথাও ঘুরে আসতে চাইছেন। তাদের জন্য রয়েছে অন্য রকম সুযোগ। একদিনের ছোট্ট এই ভ্রমণে খুব কাছে থেকে জানতে পারবেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে।
advertisement
2/5
নতুন বছরে একটা ছোট্ট ছুটিতে ঘুরে আসতে পারেন কবিতীর্থ অর্থাৎ কবি কাজি নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া থেকে। যেখানে গিয়ে আপনি কবির জীবন বৃত্তান্ত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দেখতে পারবেন কবির জন্মভিটে।
advertisement
3/5
বিদ্রোহী কবির জন্মস্থানকে সাজিয়ে তোলা হয়েছে প্রশাসনের উদ্যোগে, তৈরি করা হয়েছে একটি মিউজিয়াম। যেখানে বিদ্রোহী কবির জীবনের অনেক অজানা কাহিনি একেবারে সামনে থেকে প্রত্যক্ষ করতে পারবেন। কবির জন্মস্থান এবং চুরুলিয়া গ্রাম ঘুরে পাবেন অন্য রকম স্বাদ।
advertisement
4/5
চুরুলিয়া গ্রাম ঘুরতে গেলে গ্রামে ঢোকার সময় দেখা পাবেন কবির বিশাল আবক্ষ মূর্তির। এখানেই রয়েছে নজরুল একাডেমি। ফলে নজরুলপ্রেমী মানুষজনের কাছে এই জায়গা একটা দিনে উপহারের সমাহার হয়ে ধরা দেবে। গ্রাম্য পরিবেশে ঘোরার পাশাপাশি বহু অজানা তথ্য সঙ্গে নিয়ে ফিরতে পারবেন বাড়ি।
advertisement
5/5
আসানসোল শহর থেকে খুব সহজেই নজরুল তীর্থ ঘুরে আসা যায়। হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে নামতে হবে আসানসোল স্টেশন। তারপর আসানসোল বাসস্ট্যান্ড থেকে পেয়ে যাবেন চুরুলিয়া যাওয়ার বাস। সময় লাগবে এক ঘন্টা মত। এছাড়াও জাতীয় সড়ক ধরে এসে চাঁদামোড় থেকে জামুরিয়া হয়ে আধঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন চুরুলিয়া। এখানে থাকার জন্য রয়েছে রাজ্য সরকারের যুব আবাস।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tourist Destination: রাজ্যের অন্যতম প্রাচীন গ্রাম, পাবেন বিদ্রোহী কবিকে কাছে থেকে জানার সুযোগ! ঘুরে আসুন চুরুলিয়া থেকে