TRENDING:

Tarapith: নববর্ষের প্রথম দিন শুরু হল তারা মায়ের দর্শন করে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম তারাপীঠ মন্দিরে

Last Updated:
Birbhum News: আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে তারাপীঠ মন্দির চত্বর, বছরের প্রথম দিন দর্শন করুন মা তারার
advertisement
1/6
নববর্ষের প্রথম দিন শুরু হল তারা মায়ের দর্শন করে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম তারাপীঠ মন্দিরে
বীরভূম: বাংলার নববর্ষ হোক অথবা ইংরেজি নববর্ষ। মায়ের পুজো দিয়ে বছর শুরু করেন ভক্তরা। সেইমতো এইদিন দর্শনার্থীদের ঢল নামল তারাপীঠ মন্দির-চত্বর জুড়ে। ভোর থেকেই পুণ্যার্থীদের ভিড় জমতে থাকে মন্দির চত্বর জুড়ে। (সৌভিক রায়)
advertisement
2/6
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এদিন। মধ্যরাত থেকেই তারাপীঠ মন্দিরের পুজো দেওয়ার জন্য মন্দির-চত্বরে ভিড় জমাতে থাকেন পুণ্যার্থীরা। রাজ্য তো বটেই, ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসছেন পূর্ণ অর্জনের জন্য।
advertisement
3/6
ইংরেজি নববর্ষের প্রথম দিনে প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটল তারাপীঠ মন্দির চত্বরে। নববর্ষ উপলক্ষ্যে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তারাপীঠ মন্দির চত্বর। প্রত্যেকদিন এর মতো ভোর বেলায় মা তারাকে স্নান করিয়ে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে হয় মঙ্গল আরতি। মঙ্গল আরতির পরে শুরু হয় মায়ের পুজো। ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দির এর দরজা।
advertisement
4/6
আজ, বৃহস্পতিবার, বছরের প্রথমদিনে, দিনভর বিশেষ পুজোর পাশাপাশি দুপুরে মাকে বিশেষ অন্নভোগ নিবেদন করা হবে। সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি। সন্ধ্যা আরতির পর মাকে ফের বিশেষ ভোগ নিবেদন। যেখানে ছিল লুচি, সুজি, মিষ্টি, পায়েস।
advertisement
5/6
মন্দিরে আগত এক পুণ্যার্থী জানান প্রত্যেক বছরই তারা বছরের শুরুর দিনটা মায়ের পুজো দিতে আসেন। এবছর এসে ভালই লাগছে,তবে অন্যান্য বছরের তুলনায় ভিড় অনেকটাই বেশি। এ বছর যথেষ্ট ভিড় হয়েছে। তবে মন্দিরের নতুন নিয়ম চালু হওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে তাঁদের। পুজো দিতে গিয়ে অনেকটা কম সময় লেগেছে৷ আরেক পর্যটক বলেন, "আমরা প্রধানত ঘুরতেই বেরিয়েছিলাম। যাওয়ার পথে মন্দির দর্শন করে ফিরছি। বহু বছর আগে তারাপীঠ মন্দিরে এসেছিলাম। এখন ব্যবস্থাপনা আগের থেকে অনেক ভালো হয়েছে। নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা রয়েছে।"
advertisement
6/6
অন্যদিকে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান ভক্তদের কথা চিন্তা করে মন্দিরের তরফ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে মন্দিরের তরফ থেকে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে সমস্ত ধরনের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর। সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে মন্দির কমিটির তরফ থেকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith: নববর্ষের প্রথম দিন শুরু হল তারা মায়ের দর্শন করে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম তারাপীঠ মন্দিরে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল