দিওয়ালির মঙ্গলদীপ পরিণত হল চিতার আগুনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হলে এক বৃদ্ধার৷
advertisement
1/5

মর্মান্তিক ঘটনায় শিউরে উঠল মানুষষ৷ কালী পুজো ও দিওয়ালির আলোর সন্ধ্যায় এলাকায় নেমে এল মৃত্যুর নিকষ কালো অন্ধকার৷ Photo- Representative
advertisement
2/5
স্থানীয় সূত্রে খবর, মৃতা রেবা চৌধুরী ইন্দারাগোড়ার বাড়িতে একাই থাকতেন। তাঁর একমাত্র ছেলে কর্মসূত্রে সপরিবারে কলকাতায় থাকেন।
advertisement
3/5
দীপাবলীর সন্ধ্যায় প্রথামতোই প্রদীপ দিয়ে বাড়ি আলোকিত করছিলেন ৭৬ বছরের রেবা চৌধুরী৷ কোনও ভাবে সেই জ্বলন্ত প্রদীপ উল্টে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার।
advertisement
4/5
শনিবার রাতে বাঁকুড়া শহরের ইন্দারাগোড়ার ঘটনা। ঘটনার পরেই সেখানে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বও চলে আসে৷
advertisement
5/5
এদিন রাতে বাড়ি থেকে তাঁর অগ্নিদ্বগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। Input- Mritunjoy Das