TRENDING:

Old Rituals: ছাতা তুলে ধরলেন ‘একদিনের রাজা’! ভাদ্র সংক্রান্তিতে পুরুলিয়ায় পালিত মানভূমের প্রাচীন রীতি

Last Updated:
Old Rituals:দীর্ঘদিন ধরে এই পরব পালিত হয়ে আসছে। মানভূমের রাজতন্ত্রের অবসান ঘটলেও এক দিবসীয় রাজা হওয়ার প্রচলন আজও রয়েছে। এই পরবের দিন এক দিনের রাজা হন পঞ্চকোট রাজবংশের বর্তমান উত্তরসরি।
advertisement
1/6
ছাতা তুলে ধরলেন ‘একদিনের রাজা’! ভাদ্র সংক্রান্তিতে পালিত মানভূমের প্রাচীন রীতি
সংস্কৃতির আঙিনায় সমৃদ্ধ লাল মাটির জেলা পুরুলিয়া। এই জেলার মাটির সঙ্গে মিশে রয়েছে লোকশিল্প ও সংস্কৃতি। জেলার অন্যতম একটি উৎসব হল ছাতা টার বা ছাতা পরব।
advertisement
2/6
দীর্ঘদিন ধরে এই পরব পালিত হয়ে আসছে। মানভূমের রাজতন্ত্রের অবসান ঘটলেও এক দিবসীয় রাজা হওয়ার প্রচলন আজও রয়েছে। এই পরবের দিন এক দিনের রাজা হন পঞ্চকোট রাজবংশের বর্তমান উত্তরসরি।
advertisement
3/6
রীতিনীতি মেনে ভাদ্র মাসের শেষ দিনে পালিত হয় এই ছাতা পরব। এই ছাতা পরবের দিন কয়েক হাজার মানুষের উপস্থিতিতে রাজ পরিবারের বর্তমান সদস্য অমিতকুমার লাল সিংহদেও ছাতা উত্তোলন করেন।
advertisement
4/6
তাঁকে দেখতে পুরুলিয়া ছাড়াও প্রতিবেশী রাজ্য ওড়িশা ও ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ ভিড় জমান। ‌এই উৎসবকে কেন্দ্র করে চাকলতোড় মাঠে বসে বিরাট মেলা।
advertisement
5/6
পঞ্চকোট রাজবংশের এক রাজা যুদ্ধ করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। হঠাৎই খবর আসে যুদ্ধে বিজয়ী হয়ে রাজা ফিরে এসেছেন। আর সেই বিজয় বার্তা প্রজাদের কাছে পৌঁছে দিতে ছাতা উত্তোলন করেন তিনি। ‌
advertisement
6/6
সেই সময় থেকেই এই ছাতা উত্তোলনের দিনটিকে ছাতা পরব হিসাবে পালন করা হয় পুরুলিয়ায়। ছাতা পরবকে কেন্দ্র করে আজও মানভূমে এক দিনের রাজতন্ত্রের প্রচলিত রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Old Rituals: ছাতা তুলে ধরলেন ‘একদিনের রাজা’! ভাদ্র সংক্রান্তিতে পুরুলিয়ায় পালিত মানভূমের প্রাচীন রীতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল