Hooghly News: গাজনের সঙ্গে সাদৃশ্য, শিকড় পুরাতন সিংহলে, তামিল সংস্কৃতির প্রাচীন পার্বণ পালিত হুগলিতে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hooghly News:হুগলিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদ নানা সময় এসেছেন। তাঁদের সংস্কৃতির সঙ্গে এখানকার জনজীবন একেবারে মিলেমিশে গিয়েছে। সেই রকমই এক সংস্কৃতির মেলবন্ধন হল হুগলির ব্যান্ডেলের ‘ভেল ভেল’ উৎসব।
advertisement
1/7

হুগলির বিভিন্ন জায়গায় আচার অনুষ্ঠান রীতিনীতি এক অনন্য মেলবন্ধন দেখা যায়। হুগলিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদ নানা সময় এসেছেন। তাঁদের সংস্কৃতির সঙ্গে এখানকার জনজীবন একেবারে মিলেমিশে গিয়েছে। সেই রকমই এক সংস্কৃতির মেলবন্ধন হল হুগলির ব্যান্ডেলের ‘ভেল ভেল’ উৎসব
advertisement
2/7
হুগলির বিভিন্ন জায়গায় আচার অনুষ্ঠান রীতিনীতি এক অনন্য মেলবন্ধন দেখা যায়। হুগলিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদ নানা সময় এসেছেন। তাঁদের সংস্কৃতির সঙ্গে এখানকার জনজীবন একেবারে মিলেমিশে গিয়েছে। সেই রকমই এক সংস্কৃতির মেলবন্ধন হল হুগলির ব্যান্ডেলের ‘ভেল ভেল’ উৎসব।
advertisement
3/7
‘ভেল’ উৎসব মূলত শ্রীলঙ্কায় প্রচলিত একটি উৎসব, তবে দক্ষিণ ভারতের তামিনাড়ুতেও এটি পালন করতে দেখা যায়।
advertisement
4/7
দেব সেনাপতি কার্তিককে উৎসর্গ করা মন্দিরগুলিতে এই উৎসব বিশেষ ভাবে পালিত হতে দেখা যায়। তামিল জনগোষ্ঠীর অনেকেই হুগলি জেলার ব্যান্ডেলে রয়েছেন, তারাই বহু বছর আগে বাংলাতেও শুরু করেন এই 'ভেল ভেল’ উৎসব।
advertisement
5/7
‘ভেল ভেল’ হল একটি তামিল জনগোষ্ঠীর বাৎসরিক উৎসব। প্রাচীনকালে ভেল তামিলদের রাজরাজাদের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র বর্শা কিংবা শূলকে বলা হত। হুগলি জেলার ইতিহাসে এই মেলা শতাব্দী প্রাচীন।
advertisement
6/7
ঐতিহ্য আর সংস্কৃতি মেনে প্রতিবছর চৈত্র সংক্রান্তির আগে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই ‘ভেল ভেল’ উৎসব পালন করা হয়। মূলত তামিল জনগোষ্ঠীর মানুষরা এই অভিনব ‘ভেল ভেল’ উৎসব পালন করেন থাকেন
advertisement
7/7
উৎসবের দিন ভক্তরা ব্যান্ডেলের ওলাইচণ্ডী মন্দিরে সকাল জামায়েত শুরু করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেমন চড়ক বা গাজন উৎসব হয় অনেকটা সেই ধাঁচেই এই উৎসব।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly News: গাজনের সঙ্গে সাদৃশ্য, শিকড় পুরাতন সিংহলে, তামিল সংস্কৃতির প্রাচীন পার্বণ পালিত হুগলিতে