Sasur Bahu Marriage: বড্ড একা লাগে! বিধবা পুত্রবধূর একাকীত্ব কাটাতে বিয়ে শ্বশুরের, শুরু দ্বিতীয় ভালবাসার ইনিংস
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
একদিকে স্বামী হারা বিধবা তরুণী, অন্যদিকে স্ত্রী-র মৃত্যুর পর নিঃসঙ্গ এক প্রৌঢ়। একাকীত্ব ঘোচাতে শেষমেশ দুজনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সম্পর্কে কাকাশ্বশুর ও পুত্রবধূ।
advertisement
1/7

বিধবা পুত্রবধূকে বিয়ে শ্বশুরের! দেগঙ্গায় একাকীত্ব ঘোচাতে এমন ভাবেই ফুটল দ্বিতীয় বসন্ত! একদিকে স্বামী হারা বিধবা তরুণী, অন্যদিকে স্ত্রী-র মৃত্যুর পর নিঃসঙ্গ এক প্রৌঢ়। একাকীত্ব ঘোচাতে শেষমেশ দুজনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সম্পর্কে কাকাশ্বশুর ও পুত্রবধূ। (Rudra Narayan Roy ) (Representative Image)
advertisement
2/7
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য, জোর চর্চা পাড়ার মোড় থেকে চায়ের দোকানেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পঞ্চাশের আব্দুল কালাম মণ্ডল(নাম পরিবর্তিত) দেগঙ্গার বেড়াচাঁপা এলাকার বাসিন্দা। ভরা সংসার, ছেলেমেয়ে, নাতিনাতনি - সবই রয়েছে তার। তবে বছর তিনেক আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই নিঃসঙ্গ জীবন যাপন করছিলেন তিনি।(Representative Image)
advertisement
3/7
এদিকে প্রতিবেশী বউমা রুকসানা বিবি (নাম পরিবর্তিত), বয়স আনুমানিক পঁয়ত্রিশ, বছর দুই আগে স্বামীকে হারিয়ে পড়েছিলেন চরম অসহায় অবস্থায়। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনিও হয়ে ওঠেন একা। সময়ের সঙ্গে সঙ্গে এই শ্বশুর ও বউমার মধ্যে গড়ে ওঠে সহানুভূতির সম্পর্ক।(Representative Image)
advertisement
4/7
কথাবার্তা, মেলামেশার মধ্য দিয়ে গড়ে ওঠে গভীর বন্ধন। ধীরে ধীরে সম্পর্ক পৌঁছায় এমন এক পর্যায়ে, যেখানে তাঁরা নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। মাসখানেক আগে দু’জনে নিয়ম মেনে রেজিস্ট্রি বিয়েও সেরে ফেলেন।(Representative Image)
advertisement
5/7
তবে সম্পর্কের এই রূপান্তর সহজ ছিল না। আব্দুল কালাম মণ্ডলের পরিবার এই সিদ্ধান্তে প্রবল আপত্তি জানায়। এমনকী মানসিক চাপও তৈরি হয়। কিন্তু সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে অবশেষে এদিন তাঁদের বিবাহ সম্পন্ন হল।(Representative Image)
advertisement
6/7
বর্তমানে আব্দুল কালাম মণ্ডলের নতুন স্ত্রী রুকসানা তাঁর সঙ্গেই এক বাড়িতে বসবাস করছেন। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।(Representative Image)
advertisement
7/7
তবে অনেকেই বলছেন একাকীত্ব কাটাতে সাহসিকতা দেখিয়ে নতুন দাম্পত্যে পা রাখার এমন সিদ্ধান্ত সমাজকে বিশেষ বার্তা দিল।(Representative Image): Photo Created by AI
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sasur Bahu Marriage: বড্ড একা লাগে! বিধবা পুত্রবধূর একাকীত্ব কাটাতে বিয়ে শ্বশুরের, শুরু দ্বিতীয় ভালবাসার ইনিংস