Offbeat Travel Destination: বাড়ির সামনেই ভার্জিন সমুদ্র সৈকত! বর্ষবরণের আনন্দ! সামান্য খরচে যান এই জায়গায়
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Offbeat Travel Destination: চারিদিকে রয়েছে ঝাউবন। একেবারে কোলাহলহীন পরিবেশবান্ধব সমুদ্রতটে একবার আপনি পৌঁছে গেলে আর ফিরে আসতে চাইবেন না।
advertisement
1/6

আপনি কি নির্জনতা পছন্দ করেন, একাকী সময় কাটাতে চান। তাহলে আপনি চলে আসুন গোবর্ধনপুর সমুদ্র সৈকতে। সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই পাবেন এখানে।
advertisement
2/6
গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া। ২০০০ সালের পর থেকে সমুদ্রের বুক থেকে রাশি রাশি বালি এসে জমা হতে থাকে এই বেলাভূমিতে।
advertisement
3/6
চারিদিকে রয়েছে ঝাউবন। একেবারে কোলাহলহীন পরিবেশবান্ধব সমুদ্রতটে একবার আপনি পৌঁছে গেলে আর ফিরে আসতে চাইবেন না। এর অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবেই।
advertisement
4/6
এই বিস্তীর্ণ বেলাভূমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয়। এই বেলাভূমিতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গরান, সুন্দরী, হেতালের জঙ্গল। ভাগ্য প্রসন্ন থাকলে নদীর চড়ে দেখা মিলবে কুমিরের।
advertisement
5/6
সমুদ্র সৈকতের বড়ো বড়ো ঢেউ। আর এই দ্বীপের নির্জনতা বেলাভূমিকে পরিণত করছে নৈস্বর্গিক ক্ষেত্রে। এই দ্বীপে পৌছাতে হল আপনাকে শিয়ালদহ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনে পৌঁছতে হবে।
advertisement
6/6
কাকদ্বীপ থেকে বাসে পাথরপ্রতিমা। এরপর সেখান থেকে জলপথে জি প্লটের চাঁদমারি ঘাট। চাঁদমারি ঘাট থেকে সোজা গোবর্ধনপুর সি বিচ। তাহলে আর দেরী কিসের ঘুরে আসুন গোবর্ধনপুর থেকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Offbeat Travel Destination: বাড়ির সামনেই ভার্জিন সমুদ্র সৈকত! বর্ষবরণের আনন্দ! সামান্য খরচে যান এই জায়গায়